ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায় সোমবার বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায় সোমবার বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীতে চারটি ফিলিং স্টেশন থেকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দুই ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায় আকিজ ফিলিং স্টেশন লিমিটেড, আজাদ ফিলিং স্টেশন, ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড, নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নামে চারটি গ্যাসভিত্তিক ফিলিং স্টেশন রয়েছে। এসব ফিলিং স্টেশন থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করায় সিএনজিচালিত অটোরিকশা সঠিকভাবে গ্যাস পাচ্ছে না, এমন অভিযোগ তোলেন চালকরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৬টায় ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস ফিলিং স্টেশনে একটি কোম্পানির গাড়িতে গ্যাস সরবরাহ করার সময় সিএনজিচালিত অটোরিকশার চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সিএনজিচালিত অটোরিকশাগুলোকে গ্যাস না দিয়ে কোম্পানিতে সরবরাহের প্রতিবাদ জানিয়ে গ্যাস বিতরণ বন্ধ করে দেন। ওই সময় পাশাপাশি থাকা আকিজ, আজাদ ও নিটল গ্যাস ফিলিং স্টেশনেও গ্যাস বিতরণ বন্ধ করে মহাসড়ক অবরোধ করে রাখেন চালকরা।

ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের সিএনজিচালক মোজাম্মেল হক বলেন, আমাদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে গ্যাস চাই। ফিলিং স্টেশনগুলো থেকে গাড়িগুলোতে গ্যাস সরবরাহের কথা; কিন্তু এখান থেকে শিল্পকারখানায় কেন গ্যাস যাবে। আমরা গ্যাস না পেয়ে গাড়ি চালাতে পারি না। এটি হতে পারে না। শিল্পকারখানায় গ্যাস বিতরণ বন্ধ করতে হবে।

আকিজ ফিলিং স্টেশনে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী দীপঙ্কর চৌধুরী বলেন, আমাদের পাম্প থেকে কোনো কোম্পানিকে গ্যাস দেওয়া হয় না। অন্য পাম্পগুলো দিতে পারে।

ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড নামে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শরীফুল ইসলাম বলেন, তাদের নিজস্ব কোম্পানিতে ফিলিং স্টেশন থেকে গ্যাস যায়। বিষয়টি প্রধান কার্যালয়কে আমরা জানিয়েছি। কোম্পানির গাড়িগুলোকে আর গ্যাস দেব না। স্থানীয় গাড়িগুলোকে গ্যাস দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স কালবেলাকে বলেন, যানবাহনকে গ্যাস দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের প্রতিনিধি, ফিলিং স্টেশন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটনে গুলিবর্ষণ, ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

১০

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

১১

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১২

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

১৩

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

১৪

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১৫

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১৬

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১৭

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৯

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

২০
X