হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

৫৩ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়

ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়ে ইমামকে বিদায় দেন মসজিদের মুসল্লিরা। ছবি : কালবেলা
ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়ে ইমামকে বিদায় দেন মসজিদের মুসল্লিরা। ছবি : কালবেলা

৫৩ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারী ছিপাতলী ইউনিয়নের পূর্ব ছিপাতলী বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম হেলালীকে ভালোবাসা ও অশ্রুশিক্ত চোখে সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লিরা।

মুসল্লিদের পক্ষ থেকে ফুলে সজ্জিত গাড়িতে করে এবং মোটরসাইকেল শোভাযাত্রায় মসজিদ থেকে ইমামের ঘরে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় ও প্রবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট, বিভিন্ন উপহার সামগ্রীসহ দুই লাখ টাকার একটি চেক দেওয়া হয়।

মুসল্লিরা জানান, তিনি শুধু মসজিদের ইমাম নন, আমাদের এলাকার একজন শিক্ষক ও অভিভাবক ছিলেন। তাই বিদায় বেলায় অনেকে কান্নায় ভেঙে পড়েন। এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে অশ্রুশিক্ত হন ইমাম নুরুল ইসলাম হেলালী। একজন ইমামকে রাজকীয় বিদায় দিয়ে খুশি এলাকাবাসী।

বিদায়ী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম বলেন, আমাদের মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম হেলালী দীর্ঘ ৫৩ বছর ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। তাকে নিয়ে এলাকার সব বয়সী মুসল্লি সন্তুষ্ট ছিলেন, যার কারণে হুজুর আমাদের পরিবারের সদস্যদের মতো ছিল।

মসজিদ কমিটির সেক্রেটারি মাওলানা ফেরদৌস আলম বলেন, বার্ধক্যের কারণে আমাদের ইমাম মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম হেলালী স্বেচ্ছায় অবসরে যাওয়ার কথা বললে আমরা হুজুরকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার চেষ্টা করেছি। পরিবারের অনুমতি পেলে হুজুরের মৃত্যুর পরে কবরটাও যেন আমাদের মসজিদের পাশে দেওয়া হয় এটাই আমরা চাই।

ইমাম মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম হেলালী কালবেলাকে বলেন, ৫৩ বছর ধরে ইমামতি করার সময় এই এলাকার সকল পরিবারের ভালোবাসা পেয়েছি। তারা সবাই আমাকে অভিভাবকের মতো সম্মান করতেন। বিদায় বেলায় আমি এত ভালোবাসা ও সম্মান পেয়ে আমি মুগ্ধ।

উল্লেখ্য, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম হেলালী ১৯৭২ সালে এ মসজিদের ইমামতি শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X