আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি-জামায়াত

সাতক্ষীরার আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে এ বছর ৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের পূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।

পূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে থানা পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীর টহল টিম। প্রতিটি পূজামণ্ডপে পালাক্রমে কমপক্ষে স্থানীয় ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। নিশ্ছিদ্র নিরাপত্তা বিধানে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে দলীয় স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনিতে অবস্থিত এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

আশাশুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রনজিত কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. রাশেদ হোসাইন, আশাশুনি উপজেলায় অবস্থিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন ফাহিম কায়সার, আশাশুনি থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির তারিকুজ্জামান তুষার।

এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, শ্রীউলা ইউপির চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দ্বীপু, কাদাকাটি ইউপির চেয়ারম্যান দীপঙ্কর কুমার মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল আফসার, দুর্গাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব গোপাল কুমার মন্ডল, সিনিয়র সাংবাদিক জি.এম মুজিবুর রহমান, সাংবাদিক বি এম আলাউদ্দিন প্রমুখ।

অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়। সেই সঙ্গে পূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে নিরাপত্তার জন্য দলীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বলে জানানো হয়।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপ থাকবে সিসিটি ক্যামেরার অন্তর্ভুক্ত। এ সময় কমিটির লোকজনকে সব সময়ের জন্য চোখ-কান খোলা রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

আসন্ন শারদীয় দুর্গা উৎসব আনন্দময় করে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় আশাশুনির বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুগার ড্যাডি’ চক্র বন্ধ চেয়ে আইনি নোটিশ

আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন: তানজিন তিশা

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের

ধানের শীষ মানুষের আস্থার প্রতীক : জালাল উদ্দিন

শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম সুপ সারাবে ঠান্ডা ও গলার ব্যথা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কুকুর কামড়ে কান ছিঁড়ে নিল শিশুর, মালিক গ্রেপ্তার

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

বৈশাখের বরুণ ফুটেছে অগ্রহায়ণে, বিলাচ্ছে মুগ্ধতা

সাগরে আরেকটি লঘুচাপ, কমবে তাপমাত্রা

১০

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

১১

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

১২

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

১৩

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

১৪

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

১৫

দিবা-রাত্রির টেস্টের আগে অজি শিবিরে সুখবর

১৬

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

১৭

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

১৮

বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র

১৯

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

২০
X