পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ নেই হাসপাতালে, টর্চ জ্বালিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসক-নার্স

২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় ফোনের টর্চ জ্বালিয়ে সেবা দিচ্ছেন নার্সরা। ছবি : কালবেলা
২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় ফোনের টর্চ জ্বালিয়ে সেবা দিচ্ছেন নার্সরা। ছবি : কালবেলা

দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। মোমবাতি আর মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে চলছে চিকিৎসাসেবা। এতে বিপাকে নার্স ও চিকিৎসকরা।

জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বজ্রপাতে হাসপাতালের ট্রান্সফর্মারটি নষ্ট হওয়ায় তখন থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। শুধু রোগী ও স্বজনরাই নন, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালের নার্স ও চিকিৎসকরা।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, মোমবাতি জ্বালিয়ে এক হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে এক রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. তানসু সুমী নামের এক চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রোগীদের ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, রোগীর স্বজনরা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রেখেছেন। নার্স রোগীকে সেবা দিচ্ছেন।

এ সময় হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়া রোগী ও স্বজনরা জানান, গকতাল রাত থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই। আমরা খুব অশান্তির মধ্যে রয়েছি। বিকাল থেকে প্রচুর গরম পড়ছে। দ্রুত বিদ্যুতের ব্যবস্থা না করা হলে রোগীরা এমনিতেই মারা যাবে।

এ সময় একজন নার্স জানান, গতকাল রাতে বজ্রপাতে ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গেছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। সেবা দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তবুও কিছু করার নেই।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসু সুমী বলেন, গরমে মাথাব্যথা শুরু হয়েছে। আজ রাতে বিদ্যুৎ না এলে আমরা চিকিৎসকরাই অসুস্থ হয়ে পড়ব। আগামীকাল ডিউটি করব কীভাবে। বিদ্যুৎবিহীন চিকিৎসা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, হাসপাতালের জেনারেটরটি অচল অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে পানি সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমরা একটি ট্রান্সফর্মারের ব্যবস্থা করতে পেরেছি। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পেয়ে যাব।

উপজেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রাকিব হাসান বলেন, বজ্রপাতে নষ্ট হওয়া ট্রান্সফর্মারটি হাসপাতালের নিজস্ব। একটি ট্রান্সফর্মারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সংযোগ দেওয়ার জন্য কাজ করছি। আশা করছি আজকের মধ্যেই হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ানসেনের ছয় উইকেটে বিপদে ভারত

ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন 

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে : গিয়াসউদ্দিন তাহেরী

সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাবে ১০ কোটি টাকা ফ্রিজ

ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ‘এমপাওয়ারঅ্যাবিলিটি-২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসারকে দূরে রাখতে চান? এই সহজ ৫ টিপস মানুন আজ থেকেই

কিংবদন্তির মৃত্যুতে স্তব্ধ বলিউড

কর্মসূচি প্রত্যাহার করল চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ

যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতের হানা, অতঃপর...

১০

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

১১

র‍্যাগিংয়ের অভিযোগ / ‘ম্যানার’ শেখানোর নামে থাপ্পড়, কানে শুনছে না নবীন শিক্ষার্থী

১২

পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে : রাজনাথ সিং

১৩

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

১৪

আসন বণ্টন নিয়ে বিএনপির ভিন্ন চিন্তা

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর আয়কর নথি জব্দ

১৬

আ.লীগের অফিসের পাশে অজ্ঞাত নারীর মরদেহ

১৭

সিন্ডিকেট রুখতে খুলনায় মোবাইল বিক্রি বন্ধ

১৮

কানের পর্দা ফাটে কেন? এমন হলে কী করবেন আর কী করবেন না

১৯

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার নিয়ে যা বললেন ফারুকী

২০
X