চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে’

কুমিল্লার চান্দিনায় গণসমাবেশে বক্তৃতা রাখেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
কুমিল্লার চান্দিনায় গণসমাবেশে বক্তৃতা রাখেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন ‘প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’

রোববার (৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ি শাহি ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচারসহ ৪ দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন- ‘ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামী দলগুলোর একটিমাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে।’

তিনি আরও বলেন- ‘ভারতে মুসলমানরা তাদের ধর্মীয় নিয়মকানুন পালন করতে পারে না। বিজাতিয়রা বিশ্ব দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে ইসলাম শান্তির ধর্ম। ভয়ের জিনিস না। ইসলামে চোরের হাত কাটার নিয়ম আছে। তবে ব্যাখ্যাটা জানতে হবে। চোর দুই প্রকার- অভাবী চোর, স্বভাবী চোর। ক্ষুধার জ্বালায় বা অভাবিরা চুরি করলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ও আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে।’

গত ৫ আগস্ট -এর বিষয়ে তিনি বলেন- ‘ছাত্র-জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল আরেক দিকে একদল লোক লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, উত্তর জেলা সভাপতি কে এম হুমায়ূন কবির, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি হোসাইন আহমাদ।

সমাবেশটিতে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার ও যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সহসভাপতি জোবায়ের খাঁন ফরাজী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু বিষয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা জীবন দেয়নি : সারজিস

মেসিকে না খেলানোর ব্যাখ্যা দিলেন স্কালোনি

এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

বাবা হারালেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা প্রিন্স

সেই মেজর জেনারেল কবিরের বিষয়ে যে তথ্য দিল সেনাসদর

আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণে মৃত্যু, গ্রেপ্তার ২

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার দাবি জাকসুর

আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে চাপে আফগানিস্তান

১০

বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ

১১

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া

১২

বাগদান সারলেন তানজীব সারোয়ার

১৩

ইলিশ শিকারে গিয়ে জেলেদের সংঘর্ষ, জেলের মরদেহ উদ্ধার

১৪

নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে, জানালেন মেজর হাকিমুজ্জামান

১৫

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

১৬

বিতর্কে জড়ালেন অনীত পাড্ডা

১৭

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল 

১৮

জাতপাত বিলোপ জোটের আত্মপ্রকাশ

১৯

সমাবেশের অনুমতি ছিল না, জানালেন জাপা মহাসচিব

২০
X