টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই কিশোর গ্রেপ্তার। ছবি : কালবেলা
কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই কিশোর গ্রেপ্তার। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার কিশোর মোহাম্মদ হামিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পারভেজ মোশারফ (১৯) ও নুরুল আফছার (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টায় মোহাম্মদ হামিম জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সেলিম নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, যিনি হামিমকে শাহপরীরদ্বীপে বেড়াতে নিয়ে যান। সন্ধ্যা হলেও হামিম বাড়িতে না ফিরলে তার মা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে শনিবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, তার ছেলে অপহরণকারীদের হাতে বন্দি এবং মুক্তিপণ হিসেবে ৭০ হাজার টাকা দাবি করা হয়। মুক্তিপণের অর্থ না দিলে হামিমকে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর হামিমের মা টেকনাফ মডেল থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তারা দ্রুত অভিযানে নামেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রোববার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজ মোশারফ ও নুরুল আফছারকে আটক করা হয় এবং মোহাম্মদ হামিমকে উদ্ধার করা হয়।

পরে হামিমের মা টেকনাফ মডেল থানায় অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এই অভিযানের মাধ্যমে অপহৃত কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অপহরণকারীদের আইনের আওতায় আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত চত্বরে নাটকীয়ভাবে আসামি অপহরণের চেষ্টা, আটক ১০

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

রাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : দুদু

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খাঁনের পোস্ট

রাকসু নির্বাচন : ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ

‘নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

‘উসকানিমূলক পোস্ট ও পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা’

১০

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

১১

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

১২

 ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’

১৩

গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

১৪

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

১৭

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

১৮

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

১৯

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

২০
X