রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই কিশোর গ্রেপ্তার। ছবি : কালবেলা
কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই কিশোর গ্রেপ্তার। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার কিশোর মোহাম্মদ হামিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পারভেজ মোশারফ (১৯) ও নুরুল আফছার (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টায় মোহাম্মদ হামিম জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সেলিম নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, যিনি হামিমকে শাহপরীরদ্বীপে বেড়াতে নিয়ে যান। সন্ধ্যা হলেও হামিম বাড়িতে না ফিরলে তার মা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে শনিবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, তার ছেলে অপহরণকারীদের হাতে বন্দি এবং মুক্তিপণ হিসেবে ৭০ হাজার টাকা দাবি করা হয়। মুক্তিপণের অর্থ না দিলে হামিমকে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর হামিমের মা টেকনাফ মডেল থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তারা দ্রুত অভিযানে নামেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রোববার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজ মোশারফ ও নুরুল আফছারকে আটক করা হয় এবং মোহাম্মদ হামিমকে উদ্ধার করা হয়।

পরে হামিমের মা টেকনাফ মডেল থানায় অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এই অভিযানের মাধ্যমে অপহৃত কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অপহরণকারীদের আইনের আওতায় আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১০

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১১

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১২

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১৩

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৪

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৫

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৬

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৭

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৮

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৯

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

২০
X