কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটার ৭০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকড

পর্যটন নগরী কুয়াকাটা। ছবি : কালবেলা
পর্যটন নগরী কুয়াকাটা। ছবি : কালবেলা

টানা ছুটিকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির আবাসিক হোটেল মোটেল ৭০ শতাংশ পর্যন্ত অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। এমন তথ্য বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। তারা জানিয়েছে শারদীয় দুর্গাপুজা আর সাপ্তাহিক বন্ধকে সামনে রেখে আগামী ১০-১৩ অক্টোবর পর্যন্ত চারদিন সরকারি ছুটির ফাঁদে পড়ায় এমন অগ্রিম বুকিং সম্পন্ন করেছে দেশের বিভিন্ন জায়গার পর্যটকরা।

এ বিষয়ে কথা বললে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ কালবেলাকে বলেন, দীর্ঘদিন পরে কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলে অগ্রিম বুকিংয়ে সাড়া পড়ল। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার মানসে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চারদিকে খেয়াল রাখব একজন পর্যটকও যেন হয়রানির শিকার না হয়। এমন কোনো ঘটনা ঘটলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে সময় নিব না।

এদিকে টানা ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা ও কুয়াকাটার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার ফলে পর্যটকরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে দিন দিন পর্যটকদের চোখ এখন সাগরকন্যা কুয়াকাটায়।

এ বিষয়ে বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের অপারেশন ম্যানেজার মো. আবুল কালাম কালবেলাকে বলেন, বেশ কয়েক মাস ধরে আমরা পর্যটক খরায় ছিলাম। লম্বা ছুটিতে আমাদের আবাসিক হোটেল দুদিন সম্পূর্ণ বুকড হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলেই পর্যটকরা সৈকত দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে। আশা করি এখন থেকে আমরা গেস্ট র‍্যানডমলি পাবো।

এ বিষয়ে খান প্যালেসের ব্যবস্থাপক মো. রাসেল খান জানান, আগামী চারদিনের ছুটিকে সামনে রেখে দুদিনের জন্য আমাদের হোটেলের রুমগুলো শতভাগ বুকিং হয়েছে। বাকি দুদিনেরও প্রায় ৮০ শতাংশ বুকিং হয়েছে। এখন অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।

অনেক দিন পরে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ছে এমন সংবাদে ইতিমধ্যে পর্যটকদের সেবাকারী প্রতিষ্ঠান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-কের সদস্যদের মাঝেও ব্যস্থতা লক্ষ করা গেছে।

এ বিষয়ে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় সর্বমোট ২০০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে তার মধ্যে আগামি ১০-১৩ তারিখের জন্য প্রায় ৭০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আগামী চারদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন কুয়াকাটায়। যে কারনে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারি ও মাইকিংসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা নদীতে নিখোঁজ কিশোর, ২৪ ঘণ্টা পর মিলল মরদেহ

জনগণের ভোটই ক্ষমতার উৎস :  মির্জা আব্বাস

দল ঘোষণার পরও বিশ্বকাপ বয়কটের নতুন বার্তা, খেলা জমিয়ে দিল পাকিস্তান

সৌদি আরবে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনতাই

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

১০

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

১১

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

১২

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

১৩

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১৫

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১৬

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১৭

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৮

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৯

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

২০
X