কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটার ৭০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকড

পর্যটন নগরী কুয়াকাটা। ছবি : কালবেলা
পর্যটন নগরী কুয়াকাটা। ছবি : কালবেলা

টানা ছুটিকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির আবাসিক হোটেল মোটেল ৭০ শতাংশ পর্যন্ত অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। এমন তথ্য বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। তারা জানিয়েছে শারদীয় দুর্গাপুজা আর সাপ্তাহিক বন্ধকে সামনে রেখে আগামী ১০-১৩ অক্টোবর পর্যন্ত চারদিন সরকারি ছুটির ফাঁদে পড়ায় এমন অগ্রিম বুকিং সম্পন্ন করেছে দেশের বিভিন্ন জায়গার পর্যটকরা।

এ বিষয়ে কথা বললে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ কালবেলাকে বলেন, দীর্ঘদিন পরে কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলে অগ্রিম বুকিংয়ে সাড়া পড়ল। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার মানসে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চারদিকে খেয়াল রাখব একজন পর্যটকও যেন হয়রানির শিকার না হয়। এমন কোনো ঘটনা ঘটলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে সময় নিব না।

এদিকে টানা ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা ও কুয়াকাটার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার ফলে পর্যটকরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে দিন দিন পর্যটকদের চোখ এখন সাগরকন্যা কুয়াকাটায়।

এ বিষয়ে বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের অপারেশন ম্যানেজার মো. আবুল কালাম কালবেলাকে বলেন, বেশ কয়েক মাস ধরে আমরা পর্যটক খরায় ছিলাম। লম্বা ছুটিতে আমাদের আবাসিক হোটেল দুদিন সম্পূর্ণ বুকড হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলেই পর্যটকরা সৈকত দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে। আশা করি এখন থেকে আমরা গেস্ট র‍্যানডমলি পাবো।

এ বিষয়ে খান প্যালেসের ব্যবস্থাপক মো. রাসেল খান জানান, আগামী চারদিনের ছুটিকে সামনে রেখে দুদিনের জন্য আমাদের হোটেলের রুমগুলো শতভাগ বুকিং হয়েছে। বাকি দুদিনেরও প্রায় ৮০ শতাংশ বুকিং হয়েছে। এখন অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।

অনেক দিন পরে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ছে এমন সংবাদে ইতিমধ্যে পর্যটকদের সেবাকারী প্রতিষ্ঠান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-কের সদস্যদের মাঝেও ব্যস্থতা লক্ষ করা গেছে।

এ বিষয়ে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় সর্বমোট ২০০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে তার মধ্যে আগামি ১০-১৩ তারিখের জন্য প্রায় ৭০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আগামী চারদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন কুয়াকাটায়। যে কারনে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারি ও মাইকিংসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬ শতাধিক, আহত ১৫০০

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

১০

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

১১

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

১২

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

১৩

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

১৪

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১৫

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১৬

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১৭

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৮

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৯

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

২০
X