চট্টগ্রাম বন্দরের সেক্টরগুলো বেসরকারিকরণের বিরুদ্ধে বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার ঘোষণা দেন তারা।
বুধবার (৯ অক্টোবর) নগরীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় এ কথা জানান নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দল বন্দর কমিটির সাবেক সভাপতি ও জিয়া শিশু কিশোর সংগঠন বন্দর থানার সাবেক আহ্বায়ক মঞ্জুরুল পারভেজ সুমন।
আব্দুর রব লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল নৌ-বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খোকন।
বক্তব্য রাখেন জিয়া স্মৃতি সংসদ ইস্ট কলোনি শাখার সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান স্বপন, সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সামসুদ্দিন টুকু, খন্দকার রাজু আহমেদ, বন্দরের প্রকৌশল বিভাগের ওএস মোহাম্মদ নোমান, প্লানিং বিভাগের মো. ওদু চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন