মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার দুর্গে আবারও যৌথবাহিনীর হানা, গ্রেপ্তার ৪

আটক চার জুয়াড়ি। ছবি : কালবেলা
আটক চার জুয়াড়ি। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগরে অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদ আলম লিপুকে ধরতে তার বাগানবাড়িতে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযান পরিচালনার সময় লিপু কৌশলে পালিয়ে যেতে পারলেও গ্রেপ্তার হন লিপুর অন্যতম সহযোগী পরাগসহ আরও তিনজন। পরাগ ‘ওয়ান এক্স বেট’-এর বিকাশ এজেন্ট চ্যানেল পরিচালনা করে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টার সময় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর-বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী সড়কে অবস্থিত বাগানবাড়ি থেকে তাদের আটক করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।

আটকরা হলেন- মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রফা গাইনের ছেলে ক্যাসিনো এজেন্ট মো. সাহরিয়ার আজম পরাগ (৩০), একই এলাকার মো. রায়হানের ছেলে মুস্তাফিজুর রহমান (৩৫), ওই এলাকার মো. আইর উদ্দীনের ছেলে রিপন (২৭) এবং ভবানীপুর গ্রামের উকিল সেখের ছেলে মো. সন্তোষ সেখ ( ৩২)।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত সন্দেহে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং মাদক উদ্ধার করা হয়।

অনলাইন জুয়া নিয়ে কালবেলার অনুসন্ধানে একাধিক সূত্র জানায়, শিবপুর গ্রামের রফা গাইনের ছেলে পরাগ ‘ওয়ান এক্স বেট’-এর বিকাশ এজেন্ট চ্যানেল দিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার অবৈধ লেনদেনে যুক্ত হয়ে বিদেশে অর্থপাচার করে যাচ্ছে। আর এই অর্থ পাচারের কমিশন থেকে পরাগ ও তার পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। নিজ গ্রামে তৈরি করেছেন রাজপ্রাসাদসম একটি বাড়ি।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান কালবালাকে বলেন, যৌথবাহিনী তাদের অভিযানে আটক ৪ জনকে আলামতসহ হস্তান্তর করেছে। আপাতত একটি নিয়মিত মামলা করে আটকদের আদালতে সোপর্দ করা হবে। জব্দ অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষায় ফোনগুলোর সঙ্গে অনলাইন জুয়ার কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মুজিবনগর কোর্ট জিআরও কালবেলাকে জানান, মুজিবনগর থানা পুলিশ যৌথবাহিনীর হাতে আটক চারজনকে একটি মাদক মামলা দিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করে। আদালত আ.লীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রফা গাইনের ছেলে মো. সাহরিয়ার আজম পরাগ ও আইর উদ্দীনের ছেলে রিপনকে জামিনে মুক্তি দেন। অপর দুই আসামি শিবপুরের মো. রায়হানের ছেলে মুস্তাফিজুর রহমান এবং ভবানীপুর গ্রামের উকিল সেখের ছেলে মো. সন্তোষ সেখকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ইতোপূর্বে অনলাইন জুয়া নিয়ে কালবেলায় সিরিজ রিপোর্ট প্রকাশ শুরু হলে ক্যাসিনো এজেন্টদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত একজন সাব এজেন্ট কালবেলাকে জানান, অনলাইন জুয়া ও এজেন্ট চ্যানেল কিভাবে পরিচালিত হয়। তিনি প্রমাণ সরবরাহ করেছিলেন রাশিয়া থেকে পরিচালিত হওয়া রেডি অ্যাপস এবং ম্যানেজমেন্ট অ্যাপসের ব্যাপারে। ওই সময় তিনি বলেছিলেন, আগে সরাসরি রেডি অ্যাপসের এজেন্ট দেওয়া হলেও এখন আর কাউকে নতুন এজেন্ট দেওয়া হয় না। তবে মাস্টার এজেন্টদের রেফারেন্সের ভিত্তিতে নতুনদের ম্যানেজমেন্ট অ্যাপসের পাসওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া এজেন্ট নিয়োগ সম্পূর্ণ হলে ৮ জন করে গ্রুপ করে দেওয়া হয়। তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত থাকে। প্রতি এজেন্ট প্রত্যেকবার অ্যাপে সংযুক্ত হতে গেলে গ্রুপের মাধ্যমে নতুন পিন নম্বরের নোটিফিকেশন আসে। কখনো আইনশৃঙ্খলা বাহিনী এজেন্টকে আটক করতে এলে গ্রুপে নোটিফিকেশন দেওয়া মাত্র গ্রুপের সব তথ্য মুছে ফেলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X