ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পাটচাষিদের মুখে হাসি ফোটালেন চেয়ারম্যান

পাট জাগ দিতে নলকূপ দিয়ে একযোগে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছবি : কালবেলা
পাট জাগ দিতে নলকূপ দিয়ে একযোগে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছবি : কালবেলা

পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব ও খরার কারণে ফরিদপুরের খাল-বিলসহ নিচু জলাভূমিতে পর্যাপ্ত পানি নেই। এর ফলে পাট জাগ দিতে পারছেন না জেলার চাষিরা। এতে দুশ্চিন্তায় ভুগছেন পাটচাষিরা।

এদিকে পাটচাষিদের কথা চিন্তা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

ব্যক্তিগত অর্থায়নে উপজেলার গাজনা ইউনিয়নের কুমার নদের শাখা খালের শ্রিনাথপুর থেকে বেলেশ্বর মাঝি বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার খালে ১৮টি অগভীর নলকূপ দিয়ে একযোগে পানি দেওয়ার ব্যবস্থা করেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় শ্রীনাথপুর মাঠে বটতলায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলভীর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলীম মোল্যা, ইউপি উদ্যোক্তা অমিত কুমার ও স্থানীয় চাষিরা উপস্থিত ছিলেন।

গাজনা ইউপির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়ার কৃষকবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পাটচাষিরা।

চাষিদের আশা, এতে তাদের পাটের উৎপাদন খরচ বাড়বে না। ফলে লাভবান হবেন তারা।

চাষিরা জানান, পাট কাটার সময় হয়ে গেলেও পানির অভাবে তারা পাট কাটতে পারছিলেন না। সময় মতো পাট কাটতে না পারলে পাট শুকিয়ে উৎপাদনে প্রভাব পড়বে। এ সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোয় চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তারা।

গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, এর আগে গত মঙ্গলবারও তিনি চন্দনা নদীর শাখা খালের মান্দার তলার ব্রিজ হতে চিত্রার ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার খালে পানি সরবরাহ করেন। জনপ্রতিনিধি হিসেবে কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

গোলাম কিবরিয়া আরও জানান, এই খালে পানি সরবরাহের কারণে উভয় প্রান্তের সাত শতাধিক পাটচাষি উপকৃত হবেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী জানান, পর্যাপ্ত পানির অভাবে এ উপজেলার কৃষকরা পাট পচানো নিয়ে সমস্যায় রয়েছেন। অনেকে আবার কাদাযুক্ত পানিতে অধিক পরিমাণ পাট জাগ দেওয়ায় রংও নষ্ট হয়। এতে তারা ন্যায্যমূল্য পাওয়া থেকেও বঞ্চিত হন। পাটচাষিদের এমন দুঃসময়ে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়ার উদ্যোগ চাষিদের আশার আলো দেখাচ্ছে।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের এ উদ্যোগ মডেল হতে পারে।

উল্লেখ্য, এ বছর ফরিদপুরের মধুখালী উপজেলার ৮ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১০

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১১

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১২

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৩

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৪

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৫

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৬

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৭

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১৮

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৯

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

২০
X