শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

হরিলুটের আভাস পাচ্ছি, জাতীয় ঐক্য প্রয়োজন : সাইফুল আলম

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন বলেছেন, এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। কিন্তু আমরা হরিলুটের আভাস দেখতে পাচ্ছি। তবে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বিএনপি ও জামায়াতে ইসলামীকে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কালীবাজার এলাকায় শিল্পকলা একাডেমিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতে ইসলামীর শহীদ ভাইয়ের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুটি রোড ম্যাপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। তবে দীর্ঘ সময়ের জন্য আমরা সরকারকে থাকতে বলি না। আমরা দুটি রোড ম্যাপ চাই। সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ আমরা চাই। একইসঙ্গে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন।

জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা জামায়াতের পক্ষ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কোনো ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ চিন্তা করব না। জাতীয় স্বার্থ আমাদের সামনে প্রধান গুরুত্ব পাবে। এ ঐক্যের ভিত্তি হচ্ছে জুলাইয়ের আন্দোলন। নারী-পুরুষসহ সব ধরনের সব পেশার মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এটা কোনো দলীয় আন্দোলন ছিল না। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দাবিতে এ আন্দোলন করা হয়। আমরা প্রয়োজনে আবারও জীবন দেব। কিন্তু এ স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ বলেন, অনেক মানুষ ভয় পাচ্ছে, কোনো এক ফাঁকে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে যেতে পারে। আমি বাংলাদেশের সব মানুষকে আশ্বস্ত করতে চাই, তারা আর কোনো দিন ক্ষমতায় বসতে পারবে না।

আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলেও তাদের দোসররা যারা এ দেশে আছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগের দোসররা পালিয়ে থাকলেও আমাদের দেশের কেউ না কেউ তাদের লালন পালন করতেও পারে। আমি তাদের সতর্ক করে দিতে চাই, আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের ও দোসরদের কেউ যদি আশ্রয়-প্রশ্রয় দেন আপনাদেরও শেখ হাসিনার পরিণতি হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগর শাখার আমির মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১০

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১১

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১২

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৩

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৪

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৫

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৬

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৭

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৮

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৯

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X