বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ভোলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি রয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানোদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সারা দেশে একযোগে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া মেয়েদের জরায়ু ক্যানসার ভ্যাকসিন দেওয়া শুরু করে সরকার। তারই অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৬২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বোরহানউদ্দিনের অনেকগুলো স্কুল ও মাদ্রাসায় টিকা দেন স্বাস্থ্য সহকারীরা।

এর মধ্যে উপজেলার বোরহানগঞ্জ বাজার সংলগ্ন জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে বিপত্তি। টিকা নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন ৪-৫ জন শিক্ষার্থী।

পরে প্রধান শিক্ষক মো. সোহেল তাৎক্ষণিক টিকা কার্যক্রম বন্ধ করে দেন। অসুস্থদের হাসপাতালে নিতে নিতে একে একে ৬২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরও হাসপাতালে ভর্তি নেওয়া হয়। এর মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে। অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীদের মধ্যে কারো হাত-পা জ্বালাপোড়া, বমি, কারো মাথাব্যথা করছে। আহত শিক্ষার্থীরা ৫ম, ষষ্ঠ, ৭ম এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বোরহানউদ্দিন হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ বলেন, টিকা দানের পর শিক্ষার্থীদের আতংক বেড়ে গেছে। হঠাৎ সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিয়েছে। তারা দ্রুতই সেরে উঠবে। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান বলেন, শিশুরা মূলত মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হয়েছে। এটি তেমন গুরুতর কোনো রোগ না। এখানে এমনও শিক্ষার্থী অসুস্থ হয়েছে, যাদের শরীরে টিকা প্রয়োগ করা হয়নি। সুতরাং সেজন্য আমরা বলছি এটি মাস সাইকোলজিক্যাল ইলনেস। এতে ভয়ের কোনো কারণ নেই। আমরা বোরহানউদ্দিন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রেখেছি। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী বাড়িতে ফিরে গেছে। ঘটনার পর আপাতত ওই স্কুলে টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১০

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১১

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৩

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৪

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৫

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৭

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৮

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

২০
X