নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে রতন মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।
সোমবার (৭ আগস্ট ) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের ভেদেরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দলপা ইউনিয়নের ভেদেরা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভেদেরা গ্রামের রতন মিয়া নিজের জমি রোপণের জন্য বীজ তলায় চারা উঠানোর সময় বৈদ্যুতিক খুঁটির টানা সাপোর্টার তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার দলপা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন মিয়া ভেদেরা গ্রামের কৃষক রতন মিয়া বিদ্যুৎস্পর্শে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক মির্জা সফিউল্লাহ বিদ্যুৎস্পর্শে রতন মিয়ার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি । কোনো অভিযোগ না থাকলে এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন