বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে স্কুল মাঠে ৯১ শিক্ষার্থীর কোরআনখানি

কোরআন শরীফ খতমের মধ্য দিয়ে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোরআন শরীফ খতমের মধ্য দিয়ে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বিদ্যালয়ের মাঠের টেবিলে সাজানো হয়েছে পবিত্র কোরআন শরিফ। সেখানে বসে কোরআন তেলোয়াত করছেন স্কুলের শিক্ষার্থীরা। কয়েক ঘণ্টার মধ্যে পুরো কোরআন শরিফ তেলাওয়াত করা হয়। এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের কোরআনখানির মধ্য দিয়ে এমন ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের পঞ্চম বর্ষপূর্তি ছিল আজ। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআনখানি করা হয়। স্টার মডেল স্কুলের এমন মনোমুগ্ধকর আয়োজনে আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা খুশি।

বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির জাহান মিম বলেন, আমাদের বিদ্যালয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কোরআন শেখানো হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সহপাঠী ও ছোট ভাইবোনেরা মিলে কোরআনখানির মাধ্যমে দিনটি উদযাপন করলাম।

আরেক শিক্ষার্থী তাহসিন তাহিয়া রিদি বলে, আজকের দিনটি মনে রাখার মতন। আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকলে মিলে কোরআন তেলাওয়াত করতে পেরে অনেক খুশি।

বিদ্যালয়টির পরিচালক রেজাউল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চা করা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয়গ্রন্থ পড়াশোনা করা হয়। এরই অংশ হিসেবে ৯১ জন শিক্ষার্থী আজ কোরআন তেলাওয়াত করেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের চিন্তা করেছি।

মাওলানা মকিম উদ্দীন খুরশিদ বলেন, পাশ্চাত্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের সন্তানরা বিভিন্ন দিবস উদযাপন করত। আজকের এমন মনোমুগ্ধকর আয়োজন মন কেড়ে নিয়েছে। আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান চর্চা হবে এতটুকু প্রত্যাশা রাখি।

বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন পড়া দেখে হৃদয়ে স্পন্দনের সৃষ্টি হয়েছে। তাদের চিন্তা-চেতনা ও তেলাওয়াত সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়টির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম বলেন, বিদ্যালয়টির শুরু থেকে নৈতিক শিক্ষার চর্চা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা চেষ্টা করে যাচ্ছি একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ার জন্য। ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। সে কারণে এমন আয়োজনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১০

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১১

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১২

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৩

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৪

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৫

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৬

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

১৭

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৮

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৯

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

২০
X