শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজ কার্যালয়ে আটকে রেখে ব্যবসায়ীকে পেটালেন এসিল্যান্ড

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিক। ছবি : কালবেলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিক। ছবি : কালবেলা

শরীয়তপুরে এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে এনে নিজের অফিস কক্ষে পেটানোর অভিযোগ উঠেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে।

এ ঘটনায় বিচার চেয়ে ওই ব্যবসায়ী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মডেরহাট বাজারের কাপড় ব্যবসায়ী মো. সোলাইমান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এসিল্যান্ড ভূমি আবু বকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তার দোকানে যায়। এ সময় তিনি দোকানের লাইসেন্স দেখতে চাইলে তা দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দেওয়া নিয়ে সোলাইমান সঙ্গে এসিল্যান্ড আবু বকর সিদ্দিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যকে দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিজ কার্যালয়ে নিয়ে আসেন।

অভিযোগ আরও উল্লেখ করা হয়, সেখান আটকে রেখে প্রথমে আনসার দিয়ে ওই ব্যবসায়ীতে কানে ধরে ওঠবস করান। পরে আনসার ও তিনি নিজে লাঠি দিয়ে মারধর করেন।

ব্যাবসায়ী সোলাইমান কালবেলাকে বলেন, আমি অন্যায় করলে তিনি আমাকে জেল-জরিমানা করতে পারেন। এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে পেটাতে পারে না। তিনি আমাকে পিটিয়ে আমার শারিরিক ও মানসিকভাবে আহত করেছেন। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

ডামুড্যা পৌর জামায়াতের আমির আতিকুর রহমান কবির কালবেলাকে বলেন, মধ্য বয়েসের একজন ব্যবসায়ীকে সামান্য বিষয় নিয়ে এভাবে পেটানো খুবই দুঃখজনক। জনগণের সেবক যদি পেটায়া হয় তাহলে মানুষ তার কাছ থেকে কী ধরনের সেবা পাবে? এর বিচার হওয়া দরকার।

নিউনেস ইসলামি একাডেমির প্রধান শিক্ষক ও হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম বলেন, তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে সাধারণ নাগরিকের ওপর নির্দয়ভাবে পেটানোর বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাছাড়া আমরা তিন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলাম, তিনি আমাদের সম্মানের কথা চিন্তা করে হলেও এ জঘন্যতম কাজটি না করলেও পারতেন। এ ঘটনায় আমি তার উপযুক্ত বিচার দাবি করছি।

ডামুড্যা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আমার চল্লিশ বছর বয়সের মধ্যে এমন ঘটনা দেখিনি ও শুনিনি। তিনি প্রকাশ্যে দিবালোকে আমাদের সামনে নির্দয়ভাবে সোলাইমানকে পিটিয়ে আহত করেন। উপজেলার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে তিনি এ কাজ কীভাবে করলেন তা আমার বুঝে আসে না। তবে আমি এর বিচার দাবি করছি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এসিল্যান্ড আবু বকর সিদ্দিক কালবেলাকে বলেন, আমি বৃহস্পতিবার সকালে ধানকাটি ইউনিয়নের মডেরহাট বাজারে যাই এবং এক ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছি।

এ ছাড়া গাড়িতে তুলে অফিসে এনে পেটানোর কথা জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন কালবেলাকে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়সের সঙ্গে বদলায় শরীরের চাহিদা

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেইন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনার কথা জানালেন তারেক

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১০

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১১

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১২

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১৩

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৪

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১৫

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১৬

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

১৭

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

১৮

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

১৯

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

২০
X