পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সারজিস-হাসনাতের পঞ্চগড়ে আকস্মিক সফর

শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতক সমন্বয়ক সারজিস আলম আকস্মিক সফরে পঞ্চগড় গেছেন। বুধবার (৬ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ আমাদের বিশ্বাস করতে হবে বৃদ্ধ মা-বাবারা অসামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এ জন্য আমাদে কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।’

ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে ৩৫০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের ছেলেমেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।’

‘আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।’

এর আগে তিনি ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং পরে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তবে আকস্মিক সফরের উদ্দেশ্য জানতে চাইলে তারা রাতে তেঁতুলিয়ার তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ

মঙ্গলে যাওয়ার স্বপ্নপূরণ হচ্ছে মাত্র ৩০ সেকেন্ডে!

জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘ভয় নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে’

রান্নায় খাবার পুড়ে গেলে পোড়া গন্ধ দূর করবেন যেভাবে

মহাসড়কে ট্রাক থেকে চাঁদা আদায়, আটক ২

কর্মবিরতি স্থগিত, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল

চোরচক্রের সক্রিয় সদস্য বিভিন্ন পেশার মানুষ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১০

হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেনকে বহিষ্কার

১১

গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলুন সহজে

১২

শাহবাগসহ সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

১৩

সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নীলা ইস্রাফিল

১৪

দীপাবলির দিনে বিএনপিতে যোগ দিলেন ৫০ সনাতন ধর্মাবলম্বী

১৫

সমালোচনা নিয়ে মুখ খুললেন ইব্রাহিম

১৬

পর্যটককে ছুরিকাঘাত, ২৪ ঘণ্টায় ৫ ছিনতাইকারী আটক

১৭

সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

১৮

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য জানালেন লালবাগের ডিসি

১৯

শেখ হাসিনা খালাস পাবেন বলে মনে করেন আইনজীবী

২০
X