রাজশাহীর বাঘা উপজেলায় রুস্তম আলী (৭০) নামে এক বৃদ্ধকে শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার হরিরামপুর পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলে শুকুর আলী (৪৫) পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, বাবা-ছেলে গাছ কেনাবেচার ব্যবসা করতেন। ছেলে শুকুর আলী তার বাবা রুস্তম আলীর কাছ থেকে গাছ বিক্রির কিছু টাকা চান।
রুস্তম তা দিতে পারেননি। এ কারণে ভোররাতে বাবার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাবল ও লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে হত্যা করেন ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
অভিযুক্ত ছেলে শুকুর আলীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন