ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘কৃতকার্য’ সিল বানিয়ে কনস্টেবল নিয়োগের চেষ্টা, অতঃপর...

পুলিশের হাতে ধরা রাকিবুল ইসলাম ইমন ও মফিজুল হক এবাদুল। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে ধরা রাকিবুল ইসলাম ইমন ও মফিজুল হক এবাদুল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে পুলিশের কনস্টেবল নিয়োগে জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাছাইয়ে ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশ না নিলেও বাইরে থেকে ‘কৃতকার্য’ সিল দিয়ে টাকা নেয় চক্রটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোবারক হোসেনের ছেলে মফিজুল হক ওরফে এবাদুল (৫৪) ও আজহারুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ওরফে ইমন (১৯)।

মফিজুল হক গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ও রাকিবুল একই উপজেলার মশাজানী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম চলছিল। (৩ নভেম্বর) ‘ড্র্যাগিং’ ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লক্ষ করেন, কয়েকটি পিইটি ফরমে তুলনামূলক বড় ফন্ট ব্যবহার করে তৈরি করা ‘কৃতকার্য’ সিল দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রার্থীদের ইভেন্ট থেকে সরিয়ে পৃথক স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মোট আট প্রার্থীর মধ্যে সবাই জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশ লাইন্সের সীমানার বাইরে থেকে অর্থের বিনিময়ে সবার ফরমে সিল দিয়ে দেন। ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশ না নিয়েই কৃতকার্য মর্মে এই সিল দেওয়া হয়। ফলে ওই আট প্রার্থীকে টিআরসি নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়।

এ ঘটনার পর থেকে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি) ও পাগলা থানা-পুলিশ গতকাল বুধবার অভিযান চালিয়ে মফিজুল হক ও রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে।

সিলটি বাবান মফিজুল হক। গ্রেপ্তারের পর তিনি পুলিশকে জানান, তার প্রতিবেশী রাকিবুল ইসলাম একটি কৃতকার্য সিল তৈরি করতে বললে তিনি ময়মনসিংহ নগরের পুরাতন পুলিশ ক্লাব রোডের একটি দোকান থেকে সিল তৈরি করেন।

রাকিবুল ইসলাম নিজেও পুলিশ কনস্টেবল প্রার্থী ছিলেন। তার সহযোগিতায় আট পিইটি ফরমে কৃতকার্য সিল দেওয়া হয়। পরে তাদের কাছ থেকে সেই সিলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

বাঙ্গি ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা / বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোগ নেন তিনি  

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ

এক মাসের জন্য বাদ দিন চিনি

নদীজুড়ে কুয়াশা, স্থবির ঢাকা-কালাইয়া নৌরুট

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

১০

জকসু নির্বাচনে দুই ভিপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১১

বিচারকের কক্ষে ঘুষ দিতে গিয়ে পুলিশ আটক

১২

জকসু নির্বাচন : কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি 

১৩

নতুন প্রস্তাব ভারতের, ‘কঠিন’ সিদ্ধান্ত বিসিবির

১৪

আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করল ব্রিসবেন

১৫

সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

১৬

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

১৭

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১৯

নিবন্ধনের সময় শেষ / পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি আবেদন

২০
X