ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘কৃতকার্য’ সিল বানিয়ে কনস্টেবল নিয়োগের চেষ্টা, অতঃপর...

পুলিশের হাতে ধরা রাকিবুল ইসলাম ইমন ও মফিজুল হক এবাদুল। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে ধরা রাকিবুল ইসলাম ইমন ও মফিজুল হক এবাদুল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে পুলিশের কনস্টেবল নিয়োগে জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাছাইয়ে ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশ না নিলেও বাইরে থেকে ‘কৃতকার্য’ সিল দিয়ে টাকা নেয় চক্রটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোবারক হোসেনের ছেলে মফিজুল হক ওরফে এবাদুল (৫৪) ও আজহারুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ওরফে ইমন (১৯)।

মফিজুল হক গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ও রাকিবুল একই উপজেলার মশাজানী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম চলছিল। (৩ নভেম্বর) ‘ড্র্যাগিং’ ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লক্ষ করেন, কয়েকটি পিইটি ফরমে তুলনামূলক বড় ফন্ট ব্যবহার করে তৈরি করা ‘কৃতকার্য’ সিল দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রার্থীদের ইভেন্ট থেকে সরিয়ে পৃথক স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মোট আট প্রার্থীর মধ্যে সবাই জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশ লাইন্সের সীমানার বাইরে থেকে অর্থের বিনিময়ে সবার ফরমে সিল দিয়ে দেন। ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশ না নিয়েই কৃতকার্য মর্মে এই সিল দেওয়া হয়। ফলে ওই আট প্রার্থীকে টিআরসি নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়।

এ ঘটনার পর থেকে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি) ও পাগলা থানা-পুলিশ গতকাল বুধবার অভিযান চালিয়ে মফিজুল হক ও রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে।

সিলটি বাবান মফিজুল হক। গ্রেপ্তারের পর তিনি পুলিশকে জানান, তার প্রতিবেশী রাকিবুল ইসলাম একটি কৃতকার্য সিল তৈরি করতে বললে তিনি ময়মনসিংহ নগরের পুরাতন পুলিশ ক্লাব রোডের একটি দোকান থেকে সিল তৈরি করেন।

রাকিবুল ইসলাম নিজেও পুলিশ কনস্টেবল প্রার্থী ছিলেন। তার সহযোগিতায় আট পিইটি ফরমে কৃতকার্য সিল দেওয়া হয়। পরে তাদের কাছ থেকে সেই সিলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রিতে ভাটা, মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত

অটোরিকশায় যাত্রী বেশে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারী

আনিস আলমগীর জানালেন, তিনি ডিবি কার্যালয়ে

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি রিয়াজ ও সম্পাদক দীপক

চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

অনাগত সন্তানের মুখ দেখা হলো না শান্তর, পাগলপ্রায় মমিনুলের মা

ওসমান হাদিকে বিদেশ নেওয়ার তথ্য জানালেন জুমা

ঢাকায় ফিরে আবেগী শোয়েব আখতার, ইচ্ছে মাছ-ভাত খাওয়ার

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

ডাব পাড়তে গিয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে গেলেন যুবক, অতঃপর...

১০

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ

১১

শান্তি মিশনে যাওয়ার আগে বাবাকে যা বলেছিলেন নিহত জাহাঙ্গীর

১২

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ, মাঠে নামছেন নান্নু-সুজনরা

১৩

রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার

১৪

সুদানে নিহত সেনা সদস্য রানার বাড়িতে চলছে শোকের মাতম

১৫

ডেটলের নামে ভয়ংকর প্রতারণা, গোপন কারখানার সন্ধান

১৬

পরিচয় মিলল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের

১৭

ক্রিকেটে আবারও ভারতের কাছে নাস্তানাবুদ পাকিস্তান

১৮

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় বুদ্ধিজীবী দিবসের সভা বর্জন বীর মুক্তিযোদ্ধাদের

১৯

ফি না দেওয়ায় ছাত্রকে পরীক্ষায় বসতে দেননি অধ্যক্ষ

২০
X