রাজশাহীর তানোর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তানোর থানার ওসি আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাকসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা শেষে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ জন দু:স্থ ও অসহায় প্রশিক্ষিত মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এছাড়া, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মধ্যে গরুর বাছুর ও হাঁস বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন