খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কী পরিস্থিতি হবে, বলা মুশকিল’

ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা
ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে, তাদের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেওয়াই এ সরকারের কাজ।

জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে দেশের কী পরিস্থিতি দাঁড়াবে, সেটি বলা মুশকিল।

হজের প্রসঙ্গ টেনে ধর্ম উপদেষ্টা বলেন, এবার এক লাখ টাকারও বেশি হজের খরচ কমিয়েছে সরকার। এ ছাড়া হজযাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, সে চেষ্টাও করছে বর্তমান সরকার।

শনিবার (৯ নভেম্বর) শিরোমনি হাফিজিয়া মাদ্রাসায় তিন দিনব্যাপী ৬৫তম ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কোরআন বুঝে পড়তে হবে, তাহলেই এর ফজিলত সম্পর্কে জানা যাবে। প্রতিটি সুরা ও আয়াতে আল্লাহ আমাদের কী বলতে চেয়েছেন, তা বোঝা যাবে। অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে।

তিনি আরও বলেন, মাতৃভাষা না হলেও বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন অত্যন্ত গৌরবের। এ সময় দ্বীন প্রচারে শিশুরা যেন অবদান রাখতে পারে, সে জন্য তাদের যথার্থ শিক্ষাব্যবস্থার প্রতিও জোর দেন তিনি।

এ সময় শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার পাশের খাসজমি মাদ্রাসার নামে বরাদ্দের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ওই জমি মাদ্রাসার নামে বরাদ্দ দেওয়া হবে।

মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কারি আব্দুল হক ও খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।

তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন রবিবার প্রধান অতিথি থাকবেন মাওলানা মুফতি আমির হামজা। বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

বৃষ্টির পূর্বাভাস

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

১০

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

১১

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

১২

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

১৩

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

১৪

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

১৫

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

১৬

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

১৭

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

১৮

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

১৯

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

২০
X