খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কী পরিস্থিতি হবে, বলা মুশকিল’

ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা
ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে, তাদের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেওয়াই এ সরকারের কাজ।

জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে দেশের কী পরিস্থিতি দাঁড়াবে, সেটি বলা মুশকিল।

হজের প্রসঙ্গ টেনে ধর্ম উপদেষ্টা বলেন, এবার এক লাখ টাকারও বেশি হজের খরচ কমিয়েছে সরকার। এ ছাড়া হজযাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, সে চেষ্টাও করছে বর্তমান সরকার।

শনিবার (৯ নভেম্বর) শিরোমনি হাফিজিয়া মাদ্রাসায় তিন দিনব্যাপী ৬৫তম ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, কোরআন বুঝে পড়তে হবে, তাহলেই এর ফজিলত সম্পর্কে জানা যাবে। প্রতিটি সুরা ও আয়াতে আল্লাহ আমাদের কী বলতে চেয়েছেন, তা বোঝা যাবে। অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে।

তিনি আরও বলেন, মাতৃভাষা না হলেও বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন অত্যন্ত গৌরবের। এ সময় দ্বীন প্রচারে শিশুরা যেন অবদান রাখতে পারে, সে জন্য তাদের যথার্থ শিক্ষাব্যবস্থার প্রতিও জোর দেন তিনি।

এ সময় শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার পাশের খাসজমি মাদ্রাসার নামে বরাদ্দের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ওই জমি মাদ্রাসার নামে বরাদ্দ দেওয়া হবে।

মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কারি আব্দুল হক ও খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।

তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন রবিবার প্রধান অতিথি থাকবেন মাওলানা মুফতি আমির হামজা। বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শীতের আমেজ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

আজ পীরগঞ্জ হানাদারমুক্ত দিবস

আজ রাজধানীর কোথায় কী?

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে অ্যাপেক্স

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিপিডির ফাইন্যান্স বিভাগে চাকরির সুযোগ

সীমান্তে স্বর্ণের বারসহ বাংলাদেশি যুবক আটক

নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

বিকল্প রাজনৈতিক বলয় গঠনের আহ্বান আপ বাংলাদেশের

১০

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

১১

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

১২

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

১৩

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

১৪

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

১৫

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

১৬

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৭

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

১৮

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

১৯

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

২০
X