গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কেঁদে কেঁদে বাবার হত্যাকারীর ফাঁসি চাইলেন ছেলে

মানববন্ধনে নিহত আবুল হাসিমের ছেলে মনোয়ার হাসিব মামুন
মানববন্ধনে নিহত আবুল হাসিমের ছেলে মনোয়ার হাসিব মামুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ড আবুল হাসিম (৬৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্কের সামনে ‘গৌরীপুরের সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা প্রায় ২২ বছর ধরে চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাবাকে দুবৃর্ত্তরা হাত-পা, চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের ধারণা, দুবৃর্ত্তরা অপরাধ সংঘটিত করার সময় বাবা তাদের চিনে ফেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বাবার হত্যাকাণ্ডের পর রবি কর্তৃপক্ষ আজও আমাদের কোনো খোঁজখবর নেয়নি। পুলিশও গড়িমসি করে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’

গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব বলেন, ‘আবুল হাসিম ২২ বছর ধরে রবি টাওয়ারে চাকরি করতেন। কিন্তু হত্যাকাণ্ডের পর অনেক দিন অতিবাহিত হলেও রবি কর্তৃপক্ষ নিহতের পরিবারের পাশে দাঁড়ায়নি বিষয়টি দুঃখজনক। আমাদের দাবি আপনারা দ্রুত পরিবারের পাশে দাঁড়ান। নয়তো আমরা গৌরীপুরে রবি সিম বর্জনের ডাক দেব।’

গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনার দ্রুত আসামি গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। নয়তো আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহতের বড় ভাই মো আলী হায়দার, গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিন, এসএসসি ৯৮ ব্যাচের সদস্য বদরুজ্জামান, নিহতের ছোট ভাই আব্দুল হালিম, ভাতিজা আরিফ আহম্মেদ প্রমুখ।

এ বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আকতারুজ্জামান বলেন, আবুল হাসিম হত্যা মামলাটি পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি ধরার চেষ্টা চলছে। পুলিশ গড়িমসি করার অভিযোগ সত্য নয়।

প্রসঙ্গত, আবুল হাসিম কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত ১৯ অক্টোবর আবুল হাসিম সেখানে হত্যাকাণ্ডের শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

১০

রাষ্ট্রীয় উদ্যোগে লালন স্মরণোৎসব শুরু শুক্রবার

১১

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

১২

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো উদ্বোধন

১৩

রাকসু নির্বাচন / ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি : নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

১৪

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ইব্রাহিম আল-জারওয়ান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ হলেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে : মির্জা ফখরুল

১৭

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক, আন্দোলন স্থগিত

১৮

‘৩১ অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে কমিশন’

১৯

বাংলাদেশকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়া

২০
X