মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কেঁদে কেঁদে বাবার হত্যাকারীর ফাঁসি চাইলেন ছেলে

মানববন্ধনে নিহত আবুল হাসিমের ছেলে মনোয়ার হাসিব মামুন
মানববন্ধনে নিহত আবুল হাসিমের ছেলে মনোয়ার হাসিব মামুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ড আবুল হাসিম (৬৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্কের সামনে ‘গৌরীপুরের সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা প্রায় ২২ বছর ধরে চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাবাকে দুবৃর্ত্তরা হাত-পা, চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের ধারণা, দুবৃর্ত্তরা অপরাধ সংঘটিত করার সময় বাবা তাদের চিনে ফেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বাবার হত্যাকাণ্ডের পর রবি কর্তৃপক্ষ আজও আমাদের কোনো খোঁজখবর নেয়নি। পুলিশও গড়িমসি করে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’

গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব বলেন, ‘আবুল হাসিম ২২ বছর ধরে রবি টাওয়ারে চাকরি করতেন। কিন্তু হত্যাকাণ্ডের পর অনেক দিন অতিবাহিত হলেও রবি কর্তৃপক্ষ নিহতের পরিবারের পাশে দাঁড়ায়নি বিষয়টি দুঃখজনক। আমাদের দাবি আপনারা দ্রুত পরিবারের পাশে দাঁড়ান। নয়তো আমরা গৌরীপুরে রবি সিম বর্জনের ডাক দেব।’

গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনার দ্রুত আসামি গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। নয়তো আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহতের বড় ভাই মো আলী হায়দার, গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিন, এসএসসি ৯৮ ব্যাচের সদস্য বদরুজ্জামান, নিহতের ছোট ভাই আব্দুল হালিম, ভাতিজা আরিফ আহম্মেদ প্রমুখ।

এ বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আকতারুজ্জামান বলেন, আবুল হাসিম হত্যা মামলাটি পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি ধরার চেষ্টা চলছে। পুলিশ গড়িমসি করার অভিযোগ সত্য নয়।

প্রসঙ্গত, আবুল হাসিম কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত ১৯ অক্টোবর আবুল হাসিম সেখানে হত্যাকাণ্ডের শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১০

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১১

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১২

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

১৩

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

১৪

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

১৫

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

১৬

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

১৭

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

১৮

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

১৯

ছয় মাসের সাজা ছয় বছর খেটে দেশে ফিরলেন রামদেব

২০
X