রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কেঁদে কেঁদে বাবার হত্যাকারীর ফাঁসি চাইলেন ছেলে

মানববন্ধনে নিহত আবুল হাসিমের ছেলে মনোয়ার হাসিব মামুন
মানববন্ধনে নিহত আবুল হাসিমের ছেলে মনোয়ার হাসিব মামুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ড আবুল হাসিম (৬৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্কের সামনে ‘গৌরীপুরের সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা প্রায় ২২ বছর ধরে চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাবাকে দুবৃর্ত্তরা হাত-পা, চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের ধারণা, দুবৃর্ত্তরা অপরাধ সংঘটিত করার সময় বাবা তাদের চিনে ফেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বাবার হত্যাকাণ্ডের পর রবি কর্তৃপক্ষ আজও আমাদের কোনো খোঁজখবর নেয়নি। পুলিশও গড়িমসি করে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’

গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব বলেন, ‘আবুল হাসিম ২২ বছর ধরে রবি টাওয়ারে চাকরি করতেন। কিন্তু হত্যাকাণ্ডের পর অনেক দিন অতিবাহিত হলেও রবি কর্তৃপক্ষ নিহতের পরিবারের পাশে দাঁড়ায়নি বিষয়টি দুঃখজনক। আমাদের দাবি আপনারা দ্রুত পরিবারের পাশে দাঁড়ান। নয়তো আমরা গৌরীপুরে রবি সিম বর্জনের ডাক দেব।’

গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনার দ্রুত আসামি গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। নয়তো আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহতের বড় ভাই মো আলী হায়দার, গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিন, এসএসসি ৯৮ ব্যাচের সদস্য বদরুজ্জামান, নিহতের ছোট ভাই আব্দুল হালিম, ভাতিজা আরিফ আহম্মেদ প্রমুখ।

এ বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আকতারুজ্জামান বলেন, আবুল হাসিম হত্যা মামলাটি পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি ধরার চেষ্টা চলছে। পুলিশ গড়িমসি করার অভিযোগ সত্য নয়।

প্রসঙ্গত, আবুল হাসিম কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরায় রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত ১৯ অক্টোবর আবুল হাসিম সেখানে হত্যাকাণ্ডের শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ছাত্র মজলিসের সভা

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

‘বিগত বছরগুলোতে বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবিতা দেখেছি’

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি : অসীম

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদ

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের মশাল মিছিল

মঈন খানের সঙ্গে মধ্যাহ্নভোজ ব্রিটিশ হাইকমিশনারের

১০

চট্টগ্রামে বিজয় মেলা / গয়না ও মৃৎপণ্য কিনতে তরুণীদের ভিড়

১১

আরাকান আর্মি বাংলাদেশের ভূমি দখল করেছে দাবি, জানা গেল সত্যতা

১২

আন্দোলনে হামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার  

১৩

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন ডা. সায়েদুর রহমান

১৪

কুমিল্লায় রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান

১৫

চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকা সেই বৃদ্ধের মৃত্যু

১৬

‘শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আ.লীগ’

১৭

দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর দায় স্বীকার বার্সা কোচের

১৮

‘ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারিনি’

১৯

পুকুরে মিলল হাত-পা বাঁধা শিশুর লাশ

২০
X