শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবির তিন শিক্ষার্থীকে পেটাল দোকানদাররা

বেরোবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তৎপর পুলিশ। ছবি : কালবেলা
বেরোবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তৎপর পুলিশ। ছবি : কালবেলা

মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় দোকানে সেই ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রংপুর প্রেস ক্লাব মার্কেটের কয়েকজন দোকানদার। পরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর প্রেস ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটেছে।

আহত তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের মাহাদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ সৌরভ ও ম্যানেজমেন্ট বিভাগের ১২তম ব্যাচের জামশেদ।

পরে রাত সাড়ে ৯টা থেকে এর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে রাত পৌনে ১০টায় ঘটনাস্থলে পুলিশ গেলে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, তার বন্ধু মাহাদি হাসান প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে ৩০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনে। কিন্তু কয়েকদিন পর টের পায় যে ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না, সেটি পরিবর্তন করা হয়েছে। পরে সেই দোকানে গিয়ে ফোনটি পরিবর্তন করে অন্য আরেকটি ফোন চান। কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হয়নি। পরে ২০ শতাংশ টাকা কমিশন বাবদ কেটে নিয়ে বাকি টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীর ওপর হাত তোলেন। তার সঙ্গে থাকা সৌরভ ও জামশেদ নামে দুই শিক্ষার্থী মারধরের প্রতিবাদ করলে আশেপাশের কয়েকজন দোকানদার মিলে তাদের তিনজনকে বেধড়ক মারধর করেন।

রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। দেরি করে আসায় তাকে ফিরে যাওয়ার অনুরোধও করেন।

শেষ খবর পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করতে সেনা সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার কালবেলাকে বলেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখতে শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে তা মেনে নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

১০

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১১

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১২

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১৩

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৪

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৬

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৭

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৮

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৯

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

২০
X