হবিগঞ্জের আজমিরীগঞ্জে আজমিরীগঞ্জ-পাহাড়পুর ভায়া বদলপুর সড়কের খৈয়ারঢালা (স্লুইচ গেট) নামক স্থানে কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের চার মাস না পেরুতেই ভাঙন দেখা দিয়েছে। এতে যে কোনো মুহূর্তে সড়কটি বিচ্ছিন্ন হবার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গত বছরের জুনে বন্যার শুরুতেই প্রবল পানির স্রোতে খৈয়ারঢালা (স্লুইসগেট) অংশটি ভেঙে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর ২০২২-২৩ অর্থবছরে দরপত্র আহ্বানের মাধ্যমে ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ৪৫০ মিটার সংস্কারের কাজটি পায় মোখলেছ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের মার্চের শেষের দিকে কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সংস্কারকাজ শেষের মাত্র চার মাসের মাথায় গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার এক পাশে ধস নেমে ভাঙনের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : সংস্কারের ১০ দিনের মাথায় সড়কে গর্ত
স্থানীয়রা জানান, মাত্র চার মাস আগে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই সড়কটি। কিন্তু কী মানের কাজ করা হয়েছে মাত্র তিন চার দিনের হালকা বৃষ্টিতেই সড়কটির ধস নেমে গেছে। মাটি ভরাট করে রাস্তা ভরাটের কথা কিন্তু আমরা দেখেছি নদী থেকে ড্রেজার দিয়ে পুরো কাজে বালু ব্যবহার করা হয়েছে। যার কারণে এখন বৃষ্টিতে রাস্তার ধসের সৃষ্টি হয়েছে।
পিরোজপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, রাস্তাটি ভেঙে বিচ্ছিন্ন হলে হাজারও মানুষ চলাচল দুর্ভোগে পড়বে।
ইজিবাইকচালক সাগর মিয়া বলেন, রাস্তাটি মাত্র কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। এখন সামান্য বৃষ্টিতেই সড়কটির এই অবস্থা। কাজের মান ভালো হলে এমনটি হতো না।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী জাফর আহমেদ বলেন, মোখলেছ এন্টারপ্রাইজের সিকিউরিটির অর্থ এখনো জমা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজটি আবারও মোখলেছ এন্টারপ্রাইজকে দিয়ে সংস্কার করানো হবে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করতে হবে না।
উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্যাহ সিদ্দিকী অসুস্থ থাকায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন