বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি হতে চাপ, রাজি না হওয়ায় ‘মারধর’

বাউফল থানা। ছবি : সংগৃহীত
বাউফল থানা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের প্রতিষ্ঠানে পড়তে রাজি না হওয়ায় মো. আরাফাত (১৩) নামে এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর মামা মো. ফারুক হোসেন।

বুধবার (১৩ নভেম্বর) উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মো. আরাফাত উপজেলার বড় ডালিমা গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে। বর্তমানে সে মোকলেছুর রহমান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. রায়হান শেখ। তিনি তাহফিজুর হাফেজি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

স্থানীয় বাসিন্দা ও আরাফাতের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাফাত উপজেলার কচুয়া গ্রামে মোকলেছুর রহমান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এর আগে অন্য একটি মাদ্রাসায় বড় ডালিমা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত সে। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এ কারণে স্থানীয় লোকজন ওই হাফেজি মাদ্রাসা বন্ধ করে দেন।

পরে জেল থেকে ছাড়া পেয়ে মো. রায়হান শেখ কালাইয়া এলাকায় তাহফিজুর হাফেজি মাদ্রাসা নামে আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তিনি আগের ছাত্রদের খুঁজে এনে তার নতুন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য চাপ দিতে থাকেন বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে মো. আরাফাত বলে, অনেক দিন ধরেই রায়হান হুজুর আমাকে তার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বলছেন। গতকাল মঙ্গলবার রাতেও হুজুর আমার মাদ্রাসায় এসে দেখা করে তার মাদ্রাসায় ভর্তি হতে বলেন। এতে আমি রাজি না হওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হন। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি দুজন শিক্ষার্থী পাঠিয়ে আমাকে ডেকে কালাইয়া লঞ্চঘাট এলাকার উল্টো পাশে নিয়ে যান। হুজুর সেখানে আগেই উপস্থিত ছিলেন। পরে তিনি আমার গলা টিপে ধরে মেরে ফেলার হুমকি দেন। এ সময় তার সঙ্গে থাকা শিক্ষার্থীরাও আমাকে মারধর করে।

অভিযোগ বিষয়ে রায়হান শেখ বলেন, আরাফাত আমার ছাত্র ছিল। ও তার মাদ্রাসার ছাত্রদের ফুসলিয়ে মোকলেছুর রহমান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বলে। বিষয়টি জানার পর আমি আমার দুই ছাত্রকে দিয়ে আরাফাতকে ডেকে এনে জিজ্ঞেস করেছি। তাকে কোনো মারধর করিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X