শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বাস ভাড়া না কমালে আগামী রোববার হরতাল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা-নারায়নগঞ্জ রুটে বাস ভাড়া ১০ টাকা কমানোসহ শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এই দাবি আদায় না হলে আগামী ১৭ নভেম্বর (রোববার) অর্ধ দিবস হরতালের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এক সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা এই ঘোষণা দেন। এর আগে, শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেলে তাদের রেখে যাওয়া উচ্ছিষ্টের জন্য বাস মালিক নামধারী চাঁদাবাজরা পরিবহণ সেক্টরকে জিম্মি করে রেখেছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবি ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা ও এসি বাসের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়েন ৫৫ করা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল ও কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ প্রমুখ।

এর আগে, গত ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে সংগঠনটি বাস ভাড়া কমানোর দাবি করেন। ওই সময় নানা কর্মসূচি ঘোষণা করাসহ দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতালের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি জানায়, ২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২২ টাকা থেকে ৩২ টাকা বৃদ্ধির পর আন্দোলন শুরু হয়। এর কিছু আগে বন্ধন পরিবহনের মালিকপক্ষ র‌্যাবকে চিঠি দিয়ে জানিয়েছিলো শামীম ওসমান পরিবহন থেকে চাঁদা নেয়। এছাড়া ঢাকা-নারায়নগঞ্জ রোডে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১৭কিলোমিটারের ভাড়া দীর্ঘ দিন যাবৎ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা আদায় করছে বাস মালিকরা। এ রুটে প্রতিদিন ৬০ হাজার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অথচ সম্প্রতি ডিজেলের দাম কমানোর পরও বিআরটিএ এবং প্রশাসন এই রুটে ভাড়া সমন্বয় করছে না বলে তিনি দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১০

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১১

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১২

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১৩

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১৪

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১৫

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৬

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৮

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৯

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

২০
X