বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সবই ছিল অভিনয় ও লোক দেখানো : রিজভী

বাকেরগঞ্জে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী
বাকেরগঞ্জে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুরুষের চাইতে নারীর মমত্ববোধ স্নেহবোধ ভালোবাসা বেশি থাকে এটাই আমরা জানি, কিন্তু এমন এক নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা স্নেহ কিছুই ছিল না। কেউ কেউ বলে তিনি মাঝে মাঝে কাঁদতেন তার বাবার, ভাইয়ের ও পরিবারের কথা বলে। এগুলো সবই অভিনয়, এগুলো ছিল লোক দেখানো।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি এলাকার জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের গণআন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সাড়ে ১৫ থেকে ১৬ বছর প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছেন, তার আবার মায়া মমতা কীসের। তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আরও বেশি লুট, আরও বেশি টাকা পাচার করার জন্য। এটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা।

তিনি বলেন, শেখ হাসিনার মানসিকতায় কোনো সহমর্মিতা নেই। শেখ হাসিনা বিশ্বাস করে মারধর আর ক্ষমতায়। উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতারা কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ আছে দুই হাজার কোটি টাকা পাচারের। একজন ছাত্রনেতা এটা পারে কীভাবে।

রিজভী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদি আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো। আফ্রিকান মাগুর পুকুরের মধ্যে যা পায় সব খেয়ে সাবার করে। তাদের এই অন্যায়, অবিচার, জুলুম, মানুষ হত্যার বিরুদ্ধে অনেক দিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো লড়াই করেছে।

তিনি বলেন, ভয়ঙ্কর দুঃশাসন অতিক্রম করে আজ আমরা কিছুটা নিঃশ্বাস নেওয়ার জায়গায় এসেছি। আমাদের আরও অনেক পথ হাটতে হবে। আমাদের মূল দায়িত্ব জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আর সেটা নিশ্চিত করতেই হবে। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আর সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১৭ বছর পর প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল হক নান্নু, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্মআহ্বায়ক আফরোজা খানম নাসরিন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ 

নদীভাঙনে বদলে যাওয়া জামালপুরের মানুষ কোথায় যায়

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা

সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

কালবেলায় সংবাদ প্রকাশ / দেশে ফিরলেন দুবাইয়ে জাহাজে আটক সেই সিফাত

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্সের আয়োজনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

রসায়নে নোবেল পেলেন তিনজন

নাহিদকে পরিষ্কার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

১০

পদ্মায় ইলিশ ধরায় ৯ জে‌লে গ্রেপ্তার

১১

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি, জানালেন আহমাদুল্লাহ

১২

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

১৩

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

১৪

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

১৫

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

১৬

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

১৭

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৯

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

২০
X