ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধারের ঘটনায় একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধারের ঘটনায় একজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

ময়মনসিংহে শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল সদরের দাইন্যা এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি উদ্ধার করে কোতোয়ালি মডেল পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম প্রশান্ত কর্মকার (৩৩)। তার বাড়ি টাঙ্গাইল সদরের থানাধীন বাগিল গল্পের বাজার (দাইন্না চৌধুরী) এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সাড়ে ৩টার দিকে নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। ওই সময় মন্দিরে কেউ ছিলেন না। মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। এরমধ্যে ছোট শিবলিঙ্গটি চুরি হয়ে যায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে।

মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য কালবেলাকে বলেন, দিনের পূজা শেষে রোববার দুপুর ১২টার দিকে আমি বাসায় চলে যাই। বেলা ২টার দিকে এসে দেখি মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখি ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখা যায়, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তার এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল।

এ ঘটনায় রোববার সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধারে অভিযান শুরু হয় এবং রাত সাড়ে ৮টায় মামলা দায়ের করা হয়। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি রিকশা ও রিকশার চালককে শনাক্ত করে।

কোতোয়ালি মডেল থানার সফিকুল ইসলাম খান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা দায়ের করার চার ঘণ্টা পর শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর থানার দাইন্না চৌধুরী বাগিল থেকে ঘটনায় জড়িত প্রশান্ত কর্মকারকে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি প্রায় কোটি টাকা মূল্যের বলে ধারণা করা হচ্ছে। আটক একজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আনোয়ার ও অসিম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন ড. ফরহাদ

প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি

কুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

লক্ষ্মীপুরে বিদেশি মুদ্রাসহ আটক ২

ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক?

হাটহাজারীতে তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার হাঁসুয়া-চাপাতি-ছুরি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে হামলা, আহত ১০

মহাখালী ডিওএইচএস থেকে সিগারেট কারখানা অপসারণ জরুরি

ঢাবির মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

রাশিয়ান ফেডারেশনের অনুষ্ঠানে জামায়াতের যোগদান

১০

শাহে আলম মুরাদ ফের ৪ দিনের রিমান্ডে

১১

শহরের তাপমাত্রা কমাতে নগর কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

১২

মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১৩

রাজনীতিবিদদের আশ্রয়ে একদল দুর্বৃত্ত জীববৈচিত্র্য ধ্বংস করছে : ডা. শফিকুর রহমান

১৪

কুমিল্লা সিটি করপোরেশনে সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

১৫

রাষ্ট্র সংস্কার নিয়ে ‘পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’ ২২ জুন

১৬

৩২ বছর পর আসামিদের অব্যাহতি, প্রতিবাদে সড়কে স্থানীয়রা

১৭

পাকিস্তানের আরেক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের

১৮

মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু, বিনামূল্যে চিকিৎসা

১৯

শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ : শিবির সেক্রেটারি 

২০
X