ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশনরত কলেজছাত্রী। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশনরত কলেজছাত্রী। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে স্কুলশিক্ষক নাছিম সেখের (২৬) বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী (২২)। ওই কলেজছাত্রীর দাবি নাছিম সেখের সঙ্গে তার দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে।

অনশনরত তরুণী সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর নাছিম সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সরেজমিন জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ওই তরুণী নাছিম সেখের বাড়িতে আসেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ডেকে এনে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। এক পর্যায়ে কলেজছাত্রী নাছিম সেখের বাড়িতে অনশন শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছিম সেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে বৃহস্পতিবার বাড়িতে ডেকে এনে নাছিম সেখ কৌশলে নিরুদ্দেশ হয়।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী বলেন, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে নাছিম তার সঙ্গে গোপনে একাধিকবার সময় কাটিয়েছে। এরপর থেকেই নাছিমকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ ও তার পরিবার এ সম্পর্ক মানতে না চাওয়ায় অনশন শুরু করি। নাছিম বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।

এদিকে বাড়ি ছেড়ে পলাতক থাকায় স্কুলশিক্ষক নাছিম সেখের মন্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে নাছিম সেখের বাবা রফিকুল ইসলাম বলেন, মেয়েটি বাড়িতে ওঠার পর আমার ছেলে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তার সন্ধান মিলছে না। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা তা বলতে পারছি না। এ বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, এ ঘটনায় নাছিম সেখের বাবা বাদী হয়ে ওই মেয়েটির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

বৃষ্টির পূর্বাভাস

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

১০

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

১১

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

১২

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

১৩

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

১৪

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

১৫

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

১৬

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

১৭

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

১৮

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

১৯

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

২০
X