সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রকে ভুল বুঝিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে : বিএনপি নেতা

জামাল উদ্দিন গাজী। ছবি : কালবেলা
জামাল উদ্দিন গাজী। ছবি : কালবেলা

মোটরসাইকেল শোভাযাত্রা করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম জামাল উদ্দিন গাজী। তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য।

এ বিষয়ে জামাল উদ্দিন দাবি করে বলেন, ‘শোভাযাত্রা দূরে থাক; গত এক মাসে মোটরসাইকেলেও চড়িনি আমি। কেন্দ্রকে কেউ ভুল বুঝিয়েছে আমার নামে।’

সোমবার (১৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কারের একটি চিঠি ছড়িয়ে পড়ে। যাতে স্বাক্ষর রয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। চিঠিতে জামাল উদ্দিন গাজীর বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ আনা হয়েছে।

জামাল উদ্দিনকে উদ্দেশ করে ওই চিঠিতে বলা হয়, ‘দলীয় নির্দেশ উপেক্ষা করে আপনি মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা বের করেছেন, যা দলের শৃঙ্খলার প্রতি চরম অবমাননা। সুতরাং শৃঙ্খলার অবমাননার দায়ে আপনাকে সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও মীর হেলাল উদ্দিন এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদককে অনুলিপি দেওয়া হয়েছে।

গতকাল রাতে কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে চিঠি ইস্যু করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিন গাজী কালবেলাকে বলেন, ‘মোটরসাইকেল শোভাযাত্রা দূরের কথা, গত এক মাসের বেশি সময় কারও মোটরসাইকেলে উঠেছি বলে মনে পড়ছে না। গতকাল সোমবার প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে কয়েক হাজার নেতা-কর্মীর মিছিল নিয়ে খাসের হাট শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের দোসরদের বিচারে ও ফাঁসির দাবিতে সমাবেশে যোগ দিয়েছি।’

জামাল উদ্দিন গাজীর দাবি, তিনি স্কুলজীবন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ১৬ বছরে অনেক মামলার আসামি হয়েছেন। তিনি এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই কারণে দলের কুচক্রী কেন্দ্রীয় বিএনপিকে ভুল বুঝিয়ে তাকে বহিষ্কারের চিঠি দেওয়ার ব্যবস্থা করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, জামাল উদ্দিন গাজী গতকাল ৫ থেকে ৭ কিলোমিটার হেঁটে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দলের সমাবেশে যোগ দিয়েছেন। সেখানে তারা কোনো মোটরসাইকেল শোভাযাত্রা দেখেননি। কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে দলের কেউ তাকে বহিষ্কার করিয়েছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X