সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রকে ভুল বুঝিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে : বিএনপি নেতা

জামাল উদ্দিন গাজী। ছবি : কালবেলা
জামাল উদ্দিন গাজী। ছবি : কালবেলা

মোটরসাইকেল শোভাযাত্রা করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম জামাল উদ্দিন গাজী। তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য।

এ বিষয়ে জামাল উদ্দিন দাবি করে বলেন, ‘শোভাযাত্রা দূরে থাক; গত এক মাসে মোটরসাইকেলেও চড়িনি আমি। কেন্দ্রকে কেউ ভুল বুঝিয়েছে আমার নামে।’

সোমবার (১৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কারের একটি চিঠি ছড়িয়ে পড়ে। যাতে স্বাক্ষর রয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। চিঠিতে জামাল উদ্দিন গাজীর বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ আনা হয়েছে।

জামাল উদ্দিনকে উদ্দেশ করে ওই চিঠিতে বলা হয়, ‘দলীয় নির্দেশ উপেক্ষা করে আপনি মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা বের করেছেন, যা দলের শৃঙ্খলার প্রতি চরম অবমাননা। সুতরাং শৃঙ্খলার অবমাননার দায়ে আপনাকে সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও মীর হেলাল উদ্দিন এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদককে অনুলিপি দেওয়া হয়েছে।

গতকাল রাতে কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে চিঠি ইস্যু করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিন গাজী কালবেলাকে বলেন, ‘মোটরসাইকেল শোভাযাত্রা দূরের কথা, গত এক মাসের বেশি সময় কারও মোটরসাইকেলে উঠেছি বলে মনে পড়ছে না। গতকাল সোমবার প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে কয়েক হাজার নেতা-কর্মীর মিছিল নিয়ে খাসের হাট শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের দোসরদের বিচারে ও ফাঁসির দাবিতে সমাবেশে যোগ দিয়েছি।’

জামাল উদ্দিন গাজীর দাবি, তিনি স্কুলজীবন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ১৬ বছরে অনেক মামলার আসামি হয়েছেন। তিনি এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই কারণে দলের কুচক্রী কেন্দ্রীয় বিএনপিকে ভুল বুঝিয়ে তাকে বহিষ্কারের চিঠি দেওয়ার ব্যবস্থা করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, জামাল উদ্দিন গাজী গতকাল ৫ থেকে ৭ কিলোমিটার হেঁটে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দলের সমাবেশে যোগ দিয়েছেন। সেখানে তারা কোনো মোটরসাইকেল শোভাযাত্রা দেখেননি। কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে দলের কেউ তাকে বহিষ্কার করিয়েছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী

বৃষ্টিপাত-তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

১০

বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায় : সারজিস

১১

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

১২

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

১৩

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

১৪

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

১৫

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

১৬

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

১৭

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

১৮

বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

১৯

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’, আদালতে রিয়াদ

২০
X