রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

রাজশাহীতে সদস্য সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। ছবি : কালবেলা
রাজশাহীতে সদস্য সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে তার সিকি পরিমাণ উন্নয়ন হয়েছে। বাকি টাকা লুটপাট করেছেন মন্ত্রী-এমপিরা। আওয়ামী লীগের মতো এমন চোর পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর এ সদস্য সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী।

রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় মাওলানা আব্দুল হক আজাদ বলেন, ‘এই ১৬ বছরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের প্রত্যেকটি নেতাকর্মী একটাই কথা বলেছে যে, স্বাধীন হওয়ার পর থেকে তারা দেশের যে উন্নয়ন করেছে তা আর কেউ করেনি। কিন্তু তারা দেশের জন্য যা কিছু করেছে, ক্ষতি কিন্তু তার চেয়ে লক্ষগুণ বেশি করেছে। পৃথিবীর ইতিহাসে একটা সরকারের এ রকম মন্ত্রী-এমপি ৯৮ শতাংশ চোর হওয়া পৃথিবীর ইতিহাসে আর নজির খুঁজে পাওয়া যাবে না। এটা আওয়ামী লীগেই ছিল।’

তিনি বলেন, ‘এখন আপনারা বলতে পারেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগ তো বিশ্বরোড করেছে। এই যে বিশ্বরোড করেছে, উন্নয়ন দেখতেছেন, আমরা মনে করছি যে হাসিনাই করেছে। অনেকে জানি না, আসলে এই যে বিশ্বরোডটা হচ্ছে এটা আসলে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবির টাকায় করা হচ্ছে। এতে হাসিনা, সরকার এমনকি বর্তমান সরকারের সঙ্গেও ন্যূনতম সম্পর্ক নাই। এটা কিন্তু হাসিনার উন্নয়ন না।’

পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে। মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯ সালে ক্ষমতায় এলেন, তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল দুই লাখ কোটি টাকা। আর ২০২৪ সালে ঋণের পরিমাণ হয়েছে ১৮ লাখ কোটি টাকা। ঋণ বেড়েছে ১৬ লাখ কোটি টাকা। আজকে ১৭ কোটি মানুষের মাথার ওপর আড়াই লাখ টাকা ঋণ। এই যে পদ্মা সেতুর কথা বলেন, তারা এত টাকা লোন নিয়ে সিকি পরিমাণ উন্নয়ন করেছে, বাকিটা লুটপাট করেছে। তারা ১৭ কোটি মানুষকে বিদেশিদের কাছে জিম্মি করেছে।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় সভাপতি মুফতি আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মির্জা হুমায়ুন কবীর রুবেল, জাতীয় শিক্ষক ফোরামের রাজশাহী জেলার সভাপতি মুফতি ইয়াকুব আলী ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আহমাদুল্লাহ। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুহাম্মাদ হাসিবুর রহমান, মহানগর সভাপতি তোফাজ্জল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলার সাধারণ সম্পাদক আবুল বাশার, মহানগর সভাপতি আজিজুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X