বরিশাল নগরীর শিল্প এলাকা কাউনিয়া বিসিকে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
এরা হলেন- নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিসিকের শপিং ব্যাগ তৈরির কারখানার শ্রমিক দেলোয়ারের চার বছর বয়সী কন্যা দিনিয়া ও একই এলাকার দোকানি আনোয়ারের সাড়ে তিন বছরের কন্যা খাজিদা। এদের মধ্যে দিনিয়া স্থানীয় শেরে বাংলা আইডিয়াল স্কুলের নার্সারির ছাত্রী।
আরও পড়ুন : মাছের ঘের থেকে তিন ভাইবোনের লাশ উদ্ধার
এদিকে, একইসঙ্গে ডোবার পানিতে ডুবে দুই চাচাতো বোন শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম বইলেও খোঁজ নেয়নি পুলিশ। দুই থানার সীমান্তের এ ঘটনাটি এক থানা পুলিশ অপর থানার দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানিয়েছে, ‘বিসিক শিল্প এলাকার সীমান্তের পশ্চিম পাশে ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া নয়াদা বাড়িতে বসবাস দেলোয়ার ও আনোয়ারের। ওই এলাকায় বিসিকের সীমানা প্রাচীর থাকলেও চলাচলের পথ রয়েছে।
বিসিকের পশ্চিম সীমান্তে প্লট করার জন্য ডোবার একাংশে বালু ভরাট করা হয়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে দেলোয়ার ও আনোয়ারের দুই শিশু কন্যা দিনিয়া এবং খাদিজা খেলা করতে বিসিকের ওই স্থানে যায়। এ সময় খেলার ছলে ডোবায় পড়ে যায়।
পরিবারের সদস্যরা জানিয়েছে, ‘দুই শিশুর খোঁজ না পেয়ে তাদের খোঁজাখুজি শুরু করেন তারা। পরে দুপুর দেড়টার দিকে বিসিকের মধ্যে বালু ভরাট করা প্লটের পাশেই ডোবার মধ্যে দুই বোনের মৃতদেহ ভাসতে দেখেন। পরে মৃতদেহ উদ্ধার করে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সীমানা জটিলতায় দুই শিশু বা তাদের পরিবারের খোঁজ নেয়নি পুলিশ। এক থানার কর্মকর্তা ঘটনাটি অন্য থানা এলাকায় বলে এড়িয়ে যাচ্ছে।
কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে ঘটনাটি যেখানে ঘটেছে সেটা এয়ারপোর্ট থানার আওতায়।’
অপরদিকে, এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে যেখানে ঘটনা ঘটেছে সেটা কাউনিয়া থানার মধ্যে। বিষয়টি তারাই দেখবে।’
মন্তব্য করুন