কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের সামনে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, সেই ঋণ আমরা কখনো ভুলে যেতে পারি না। তাদের ত্যাগের ফলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠনের আশা দেখতে পাচ্ছি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশ আজ একটি নতুন পর্যায়ে উপনীত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের রক্তের দানে গড়ে ওঠা এই নতুন সম্ভাবনার কথা আমরা পাঁচ মাস আগেও কল্পনা করতে পারিনি। জুলাই আন্দোলন শুধু একটি ঘটনার নাম নয়, এটি ভবিষ্যতের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের প্রেরণা হয়ে থেকেছে। ৫ আগস্টের অভ্যুত্থানও তেমনই একটি ঘটনা, যা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বৈষম্যবিরোধী সংগ্রামের একটি মাইলফলক হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, গ্রিক দার্শনিক হেরোডোটাস বলেছিলেন, যখন রাজনীতিতে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়ায়, তখন প্রকৃতি নিজ দায়িত্বে তাকে সংশোধন করে। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা তাদের মেধা, চিন্তা-চেতনা এবং কার্যকর অংশগ্রহণের মাধ্যমে সে পরিবর্তনের সূচনা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষার্থীরা। এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান, আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাকিব হোসেন এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজীন আমল তাহসীন তাদের বক্তব্যে আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী ও ডকুমেন্টারি উপস্থাপন করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১০

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১১

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১২

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৩

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৪

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৫

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৬

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৭

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

১৯

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

২০
X