দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পরিচয়ে দোকানে চাঁদাবাজির অভিযোগে একজনকে মারধর করেছেন স্থানীয় দোকানিরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে ওই ঘটনা ঘটে।
ডিবি পুলিশ পরিচয় দানকারী ওই ব্যক্তি হলেন বগুড়ার কাহালুর ছোট পিপড়া গ্রামের আবদুল মজিদ (৩৭)। তিনি রাজমিস্ত্রি এবং ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, রানীগঞ্জ বাজারে কাউসার পারভেজের মুদি দোকানে যৌন উত্তেজক সিরাপ কিনতে যান আবদুল মজিদ। দোকানি আবদুল মজিদকে একটি যৌন উত্তেজক সিরাপের বোতল দেন।
তখন আবদুল মজিদ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলেন, এসব নিষিদ্ধ জিনিস রাখা অপরাধ। এ সময় দোকানিকে মামলার ভয় দেখানো হয়। আবদুল মজিদ তার কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে ভয় পেয়ে দোকানি দুই হাজার টাকা দিলে তিনি চলে যান।
পরে দোকানি কাউসার পারভেজের সন্দেহ হলে বাজারের অন্যান্য দোকানিদের বিষয়টি জানান। তারা বাজারের বিভিন্ন অংশে খুঁজে আবদুল মজিদকে আটক করে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এ ঘটনায় দোকানি কাউসার পারভেজ বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে।’
মন্তব্য করুন