রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে উপজেলার সদর সাজেক ইউনিয়নের মাচালং ও বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাঁচজনের মৃত্যু হলো।
এদের মধ্যে চার শিশু রয়েছে। নিখোঁজ রয়েছেন সুমেন চাকমা (১৮) নামের এক তরুণ।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত মাচালং দিপুপাড়া এলাকায় নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা (৩৫), বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকা থেকে রাহুল বড়ুয়া (১০), খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকায় জুনি চাকমা (৭), উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে উগলছড়ি বিল থেকে জুয়েল (৭) এবং বাঘাইছড়ির সাজেকে ভাইবোন ছড়ায় মেনকা চাকমা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক এক করে মরদেহগুলো উদ্ধারের খবর আসে।
শুক্রবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে চার শিশু ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। যেহেতু উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ি ঢলের পানি রয়েছে, তাই শিশুদের সাবধানে রাখার আহ্বান জানাই।’
এদিকে শুক্রবার সকাল পর্যন্ত বরকল উপজেলায় পাহাড়ি ঢলে নৌকা ডুবে নিখোঁজ সুমেন চাকমার সন্ধান পাওয়া যায়নি। তিনি ৭ আগস্ট নিখোঁজ হন।
অপরদিকে সকাল থেকে হালকা বৃষ্টি হলেও জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন