নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : কালবেলা
নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : কালবেলা

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ইট, বালু, সিমেন্ট ও নগদ টাকাসহ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার হরিনারায়নপুরে বেসরকারি আর্ন্তজার্তিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ও নোয়াখালী জেলা ডিআরও (ত্রাণ ও দুর্যোগ) জাহিদ হাসান খান।

উল্লেখ্য, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়নে ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নির্মাণ সামগ্রী করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো- অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন এবং বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত মোট ২৫০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ১১৫০ পিস ইট, ৭৫ সিএফটি বালু, ১০ ব্যাগ সিমেন্ট, ৮টি খুঁটি এবং বিকাশের মাধ্যমে ১০ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ -এর এডুকেশন অ্যান্ড হেলথ ইউনিটের ডিরেক্টও মি. আনন্দ কুমার দাসের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন গুড নেইবারস -এর ন্যাশনাল ডিআরআর ফোকাল মি. টমাস মন্ডল, নোয়াখালী ইমারজেন্সি রেসপন্স টিমের টিম লিডার মি. কর্নেল কস্তা, টিম মেম্বার মি. যোসেফ সিদ্দিকি সিয়াদ, মি. রানা পান্ডে এবং মি. আহসানউল হক। তাছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন সচিব, ভেন্ডর, স্টেক হোল্ডার, ভলানটিয়ার, সুবিধাভোগী এবং সংবাদকর্মীরা।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা বলেন, ২২ আগস্ট থেকে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টির পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা প্রদান করছে। গুড নেইবারস বাংলাদেশ অন্যান্যদের পাশাপাশি সদর উপজেলা এবং বেগমগঞ্জ উপজেলার ২৫০টি পরিবারকে গৃহনির্মাণের যে সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করছে, তার জন্য নোয়াখালীবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গুড নেইবারস বাংলাদেশ এসব সামাজিক কাজে অবশ্যই প্রশংসার দাবিদার।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর থেকে গুড নেইবারস বাংলাদেশ নোয়াখালী জেলার দুটি উপজেলার ২৫০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। বর্তমানে গুড নেইবারস বাংলাদেশ দেশের ১৩টি জেলার ২১ হাজার শিশু, তাদের মা ও পরিবারকে সহায়তা প্রদান করছে।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ফেনী, লক্ষ্মীপুর সম্পন্ন হয়েছে এবং মৌলভীবাজার ও কক্সবাজারে কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

১০

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১১

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১২

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১৩

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১৪

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৫

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৬

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৭

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১৯

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

২০
X