কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে নাশকতার পরিকল্পনা, ১২ আ.লীগ কর্মী কারাগারে

নাশকতার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের কর্মীরা। ছবি : কালবেলা
নাশকতার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের কর্মীরা। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ১২ জন হলেন- ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিংকন (৩০), মনির হোসেনের ছেলে ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), আব্দুল আওয়ালের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ (৪৫)।

এ ছাড়া আটক অন্যরা হলেন, কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), ছানাউল্লাহর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাশিদুল আলম (৪৪), দবির মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা শরিফ (৪১), পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামী লীগের সদস্য লোকমান মোল্লা (৪২), আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)।

জানা গেছে, উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত মো. হারুন অর রশিদ (হিরন মোল্লার) নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী লীগের কর্মীদের ধাঁধার চরে জড়ো করা হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামী লীগ কর্মীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে হামলা ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করার পরিকল্পনা করে। পরে সেগুলো আন্তর্জাতিকভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা ছিল তাদের।

কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেবিলের উপর দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

২০২৬ বিশ্বকাপে ভিএআর নিয়ে বড় পরিবর্তনের পথে ফিফা

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : উপাচার্য

সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের অস্বীকার

দেশে স্বর্ণের দাম কমলো

শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার

লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের হার

‘বেচো’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১০

এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী

১১

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

১২

তারেক রহমান দেশে ফিরলে কি এসএসএফ সুবিধা পাবেন?

১৩

ইউরোপীয় ক্রিকেটে বড় লাফ: ২০২৬ সালে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

১৪

মিনিস্ট্রি অডিটে ঘুষকাণ্ড / সরিয়ে দেওয়া হলো সেই দুই অডিট অফিসারকে 

১৫

হাসপাতালের বাথরুমে নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

১৬

অবশেষে অনশন ভাঙলেন সেই এনসিপি নেতা

১৭

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

১৮

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি

১৯

বাজারে আসছে আরেক নতুন নোট

২০
X