চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তরে দেশ স্বাধীন হলেও মানুষ স্বাধীনতা পায়নি : জামায়াতের নায়েবে আমির

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ স্বাধীনতা পায়নি।’ তিনি বলেন, ‘স্বাধীন দেশেও মানুষকে বারবার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে মানুষ স্বাধীনতা পেয়েছে। তবে এ স্বাধীনতার চূড়ান্ত সুফল আসবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে।’

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘মানুষের তৈরি আইনে সমাজ বা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয় না এবং হবেও না। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনে পরিবার, সমাজ, রাষ্ট্র তথা সংসদ চলতে হবে।’

তিনি বলেন, ‘জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। কাজ সৃষ্টির জন্য শ্রমিক দরকার। শ্রমিক ছাড়া দেশ, রাষ্ট্র, জেলা, উপজেলা সব কিছুই অচল। ছাত্র আন্দোলনের এ বিপ্লবের পাশাপাশি আমাদের আরেকটি বিপ্লব করার জন্য আমাদের লড়তে হবে, সেটা হলো ইসলাম কায়েম করতে হবে। যারা কোরআনের বিধানকে মানতে চায় না তাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে।’

সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘শ্রমিক সভ্যতা বিনির্মাণের হাতিয়ার এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকাশক্তি, শ্রমিকদের শরীরে ঘাম, রক্ত এবং প্রচেষ্টার মাধ্যমে সভ্যতা গড়ে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর নাম শ্রমিক। যে সরকার যখন ক্ষমতায় এসেছে তারা শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়েছে, তাদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। শুধু তাই করেনি শ্রমিক-মালিকদের মধ্যে তারা সংঘাত সৃষ্টি করেছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে।’

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘আমরা শ্রমিকদের প্রশিক্ষণের জন্য শ্রমিক ইনস্টিটিউট গড়ে তুলব। প্রয়োজন হলে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসব। শ্রমিকদের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি বলেন, মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। এর থেকে মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্রে শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না। সবাইকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। তাই নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মুনিমুল হকের সঞ্চালনায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূইঁয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগরের প্রধান উপদেষ্টা ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক মাও. আব্দুস সবুর চাঁপাইনবাবগঞ্জ জেলা উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মো. এনায়েতুল্লাহসহ নেতারা।

সম্মেলনে নেতারা শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্মেলনে শ্রমিকদের জন্য একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন ছাড়াই কারামুক্তি, হত‍্যা মামলার সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১১

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৪

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৫

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৬

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৭

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৮

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৯

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

২০
X