কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই ছাত্রকে ছুরিকাঘাত

হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে ছুরিকাঘাতে আহত দুই কলেজ শিক্ষার্থী। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে ছুরিকাঘাতে আহত দুই কলেজ শিক্ষার্থী। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় হানিফ ও তাবজিল নামে দুই বখাটের নেতৃত্বে বহিরাগত ১৫-২০ কিশোর ও তরুণ কলেজের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে বাধা দিয়ে ছুরিকাঘাতে তাদের আহত করে।

আহত শিক্ষার্থীরা হলেন কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জসীম উদ্দিনের ছেলে সাব্বির সিকদার (১৭) ও পাশের দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফয়েজ রাঢ়ীর ছেলে মো. জহিরুল ইসলাম (১৭)। দুজনই ওই কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহতদের সঙ্গে থাকা তাদের দুই সহপাঠী ইমন ও আশিক জানায়, আগের দিন রোববার বিজয় দিবসের অনুষ্ঠানের রিহার্সেল চলাকালে কলেজের কয়েক ছাত্রীকে উত্ত্যক্ত করে ওই দুই তরুণ। এ সময় প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় তারা। সোমবার কলেজের চার তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে প্রবেশে বাধা দিয়ে সাব্বির ও জহিরুলকে সুইচ গিয়ারে পিঠে আঘাত করে। কলেজের কয়েকজন শিক্ষার্থী টের পেয়ে ছুটে গেলে পালিয়ে যায় তারা।

পরে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহবাজ হোসেন জয়ের নেতৃত্বে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চার তলায় অনুষ্ঠান চলাকালে আমরা এ খবর শুনতে পাই। ছাত্ররা ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য শিক্ষকদের পাঠানো হয়। আমরা থানায় অভিযোগ দায়ের করবো।’

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১০

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১১

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১২

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৩

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৪

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৫

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১৬

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১৭

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

১৮

মন ভালো রাখতে বিজ্ঞানসম্মত ৯ উপায়

১৯

ভরাট করা পুকুর উদ্ধার করল প্রশাসন

২০
X