কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই ছাত্রকে ছুরিকাঘাত

হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে ছুরিকাঘাতে আহত দুই কলেজ শিক্ষার্থী। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে ছুরিকাঘাতে আহত দুই কলেজ শিক্ষার্থী। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় হানিফ ও তাবজিল নামে দুই বখাটের নেতৃত্বে বহিরাগত ১৫-২০ কিশোর ও তরুণ কলেজের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশকালে বাধা দিয়ে ছুরিকাঘাতে তাদের আহত করে।

আহত শিক্ষার্থীরা হলেন কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জসীম উদ্দিনের ছেলে সাব্বির সিকদার (১৭) ও পাশের দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফয়েজ রাঢ়ীর ছেলে মো. জহিরুল ইসলাম (১৭)। দুজনই ওই কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহতদের সঙ্গে থাকা তাদের দুই সহপাঠী ইমন ও আশিক জানায়, আগের দিন রোববার বিজয় দিবসের অনুষ্ঠানের রিহার্সেল চলাকালে কলেজের কয়েক ছাত্রীকে উত্ত্যক্ত করে ওই দুই তরুণ। এ সময় প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় তারা। সোমবার কলেজের চার তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে প্রবেশে বাধা দিয়ে সাব্বির ও জহিরুলকে সুইচ গিয়ারে পিঠে আঘাত করে। কলেজের কয়েকজন শিক্ষার্থী টের পেয়ে ছুটে গেলে পালিয়ে যায় তারা।

পরে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহবাজ হোসেন জয়ের নেতৃত্বে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চার তলায় অনুষ্ঠান চলাকালে আমরা এ খবর শুনতে পাই। ছাত্ররা ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য শিক্ষকদের পাঠানো হয়। আমরা থানায় অভিযোগ দায়ের করবো।’

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

চাকরি দেওয়ার নামে পাঠানো হলো রাশিয়ার যুদ্ধে, খোঁজ নেই নাজিরের

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

দলে দলে ছাত্রদলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

১০

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১১

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

১২

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

১৩

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

১৪

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

১৫

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

১৬

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

১৭

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

১৮

‘শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে দরকার ইসলামের শাসন’ 

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

২০
X