দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে কিশোরীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের নামসহ ১০-১১ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

ইতোমধ্যে পুলিশ আরিফ ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী দুই কিশোরীর বাড়ি দেবীগঞ্জ পৌরসভায়।

এজাহার ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (৮ আগস্ট) নাদিরা জান্নাত (ছদ্মনাম) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে উপজেলার লক্ষ্মীরহাট বাজারের পাশেই মাইক্রোস্ট্যাণ্ডে যায়।

ঠাকুরগাঁও থেকে আসা ওই যুবকের সঙ্গে তার এক বন্ধুও আসে। তারা তিনজন নিজেদের মধ্যে কথা বলতে থাকলে সেখানে স্থানীয় কিছু যুবক উপস্থিত হয়ে তারা কেন সেখানে কথা বলছে জানতে চায়। ভুক্তভোগীরা নিজেদের পরিচয় দিলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত না করে অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। এইসময় অভিযুক্তরা ঠাকুরগাঁও থেকে আসা এক যুবকের থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের চড়থাপ্পড় দিতে থাকেন।

নাদিরা আতঙ্কিত হয়ে মুঠোফোনে পুরো বিষয়টি দেবীগঞ্জে থাকা তার খালাতো বোন তাবাসসুম মীমকে (ছদ্মনাম) জানায়। মীম বিষয়টি জানতে পেরে লক্ষ্মীরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মীম নিজের পরিচয় দিয়ে তার বোন ও ঠাকুরগাঁও থেকে আসা দুই যুবককে ছেড়ে দিতে বলে।

অভিযুক্তরা সেটি না শুনে তাদের চারজনকে জোর করে ভ্যানে উঠিয়ে নিয়ে পাশের বুড়াঠাকুর এলাকার আরিফ ইসলামের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা এই অর্থ দিতে রাজি না হওয়ায় তাদের আবারো চড়থাপ্পড় দেওয়া হয়।

বাধ্য হয়ে নাদীরা (ছদ্মনাম) তার প্রাইভেট টিউটরকে ফোন করে বিকাশে ১ হাজার টাকা নেন। এরপরও তাদের ছেড়ে দেওয়া হয়না। পরে স্থানীয়দের হস্তক্ষেপে চারজনকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী বলেন, অভিযুক্তদের কারও নাম আমার মেয়ে এবং ভাগ্নি জানতো না। পুলিশ প্রাথমিক তদন্তে যাদের নাম পেয়েছে তাদের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এভাবে কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে মুক্তিপণ চাবে এটা কখনো মেনে নেওয়ার মতো না। আমার মেয়ে আর ভাগ্নী সেদিনের পর থেকে আতঙ্কে আছে। তারা স্বাভাবিক ভাবে কথা বলতেও পারছে না।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, মামলা নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১০

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১১

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১২

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৩

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৪

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৫

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৭

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৮

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৯

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

২০
X