শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে কিশোরীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের নামসহ ১০-১১ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

ইতোমধ্যে পুলিশ আরিফ ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী দুই কিশোরীর বাড়ি দেবীগঞ্জ পৌরসভায়।

এজাহার ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (৮ আগস্ট) নাদিরা জান্নাত (ছদ্মনাম) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে উপজেলার লক্ষ্মীরহাট বাজারের পাশেই মাইক্রোস্ট্যাণ্ডে যায়।

ঠাকুরগাঁও থেকে আসা ওই যুবকের সঙ্গে তার এক বন্ধুও আসে। তারা তিনজন নিজেদের মধ্যে কথা বলতে থাকলে সেখানে স্থানীয় কিছু যুবক উপস্থিত হয়ে তারা কেন সেখানে কথা বলছে জানতে চায়। ভুক্তভোগীরা নিজেদের পরিচয় দিলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত না করে অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। এইসময় অভিযুক্তরা ঠাকুরগাঁও থেকে আসা এক যুবকের থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের চড়থাপ্পড় দিতে থাকেন।

নাদিরা আতঙ্কিত হয়ে মুঠোফোনে পুরো বিষয়টি দেবীগঞ্জে থাকা তার খালাতো বোন তাবাসসুম মীমকে (ছদ্মনাম) জানায়। মীম বিষয়টি জানতে পেরে লক্ষ্মীরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মীম নিজের পরিচয় দিয়ে তার বোন ও ঠাকুরগাঁও থেকে আসা দুই যুবককে ছেড়ে দিতে বলে।

অভিযুক্তরা সেটি না শুনে তাদের চারজনকে জোর করে ভ্যানে উঠিয়ে নিয়ে পাশের বুড়াঠাকুর এলাকার আরিফ ইসলামের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা এই অর্থ দিতে রাজি না হওয়ায় তাদের আবারো চড়থাপ্পড় দেওয়া হয়।

বাধ্য হয়ে নাদীরা (ছদ্মনাম) তার প্রাইভেট টিউটরকে ফোন করে বিকাশে ১ হাজার টাকা নেন। এরপরও তাদের ছেড়ে দেওয়া হয়না। পরে স্থানীয়দের হস্তক্ষেপে চারজনকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী বলেন, অভিযুক্তদের কারও নাম আমার মেয়ে এবং ভাগ্নি জানতো না। পুলিশ প্রাথমিক তদন্তে যাদের নাম পেয়েছে তাদের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এভাবে কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে মুক্তিপণ চাবে এটা কখনো মেনে নেওয়ার মতো না। আমার মেয়ে আর ভাগ্নী সেদিনের পর থেকে আতঙ্কে আছে। তারা স্বাভাবিক ভাবে কথা বলতেও পারছে না।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, মামলা নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X