সাতক্ষীরার দেবহাটায় পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের শরীরের ক্ষতগুলো গভীর হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছেন চিকিৎসকরাও।
শনিবার (১২ আগস্ট) দিনভর পারুলিয়া ও সখিপুর ইউনিয়নে কয়েকজন পথচারী কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পারুলিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অসুস্থ কুকুরটি প্রথমে পারুলিয়া সাগর শাহ দীঘি এলাকা থেকে বেরিয়ে কয়েকজনকে কামড়ে জখম করে সখিপুরের দিকে যায়। সেখানেও বিভিন্ন লোককে কামড়ে জখম করে। সন্ধ্যায় কুকুরটি আবারও পারুলিয়া জেলিয়াপাড়া ও শেখপাড়া এলাকায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন