সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের ধাক্কায় ৫ জন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ থেকে ভৈরব হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেন (৩২) গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসি ফুকরা এলাকার সুলতান আহমেদের ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাঝু মিঞা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ডভ্যানচাপায় তিন নারীসহ পাঁচজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে।

এ ঘটনায় নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা জেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার পরশ আলির ছেলে সিএনজি চালক শাহীন আলম (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)। নিহত তিন নারীর মধ্যে আপন দুই বোন। তারা হলেন- কুলিয়ারচর উপজেলার জগতচর পশ্চিগ্রাম এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে ছহুরা খাতুন (৭২) ও হালিমা খাতুন (৬২)। আরেক নারী তাদেরই আত্মীয় ও একই এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।

ওসি মো. সাজু মিঞা বলেন, সকালে নরসিংদীর নিলকুঠী এলাকা থেকে পিকআপভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। সিএনজিচালিত অটোরিকশাটিও ভৈরবের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি এলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার দিন রাতেই নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক শাহীনের বাবা পরশ আলি বাদী হয়ে দুটি কাভার্ডভ্যান চালকের নামে মামলা করেন৷ মামলার পর অনিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিকে বুধবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১০

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১১

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৩

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৪

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৭

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৮

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৯

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

২০
X