ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের ধাক্কায় ৫ জন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ থেকে ভৈরব হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেন (৩২) গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসি ফুকরা এলাকার সুলতান আহমেদের ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাঝু মিঞা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ডভ্যানচাপায় তিন নারীসহ পাঁচজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে।

এ ঘটনায় নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা জেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার পরশ আলির ছেলে সিএনজি চালক শাহীন আলম (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)। নিহত তিন নারীর মধ্যে আপন দুই বোন। তারা হলেন- কুলিয়ারচর উপজেলার জগতচর পশ্চিগ্রাম এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে ছহুরা খাতুন (৭২) ও হালিমা খাতুন (৬২)। আরেক নারী তাদেরই আত্মীয় ও একই এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।

ওসি মো. সাজু মিঞা বলেন, সকালে নরসিংদীর নিলকুঠী এলাকা থেকে পিকআপভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। সিএনজিচালিত অটোরিকশাটিও ভৈরবের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি এলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার দিন রাতেই নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক শাহীনের বাবা পরশ আলি বাদী হয়ে দুটি কাভার্ডভ্যান চালকের নামে মামলা করেন৷ মামলার পর অনিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিকে বুধবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১০

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১১

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১২

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১৩

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৪

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৫

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৬

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

১৭

শ্রমিক সমাবেশে নিজানের পক্ষে গণজোয়ার

১৮

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

১৯

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

২০
X