বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে গুলিবিদ্ধ নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত চিকিৎসাধীন কলেজছাত্র মো. নুরুল্লাহকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত চিকিৎসাধীন কলেজছাত্র মো. নুরুল্লাহকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত চিকিৎসাধীন কলেজছাত্র মো. নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।

বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুয়েল পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই অসুস্থতা বোধ করলে রাত সাড়ে ১২টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। নুরুল্লাহ মাথায় গুলিবিদ্ধ স্থানে ইনফেকশন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নরিচা গাড়ি গ্রামের সাইফুর রহমানের ছেলে। তবে তারা পরিবারসহ শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সে কাহালু সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

আহত নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান মন্ডল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই বগুড়ার শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক সার্জারি ওয়ার্ডে অস্ত্রোপচার করে তার মাথার গুলি বের করেন। পরে পুলিশি ঝামেলার কারণে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে শহরের হেলথ সিটি ক্লিনিকে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার ৭/৮ দিন পর নিজ বাড়িতে চলে যান।

নিয়ামুল আরও বলেন, নুরুল্লাহ বেশ সুস্থ ছিলেন। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে শেষ অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ সোমবার রাতে তার মাথাব্যথা শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে অবস্থার আরও অবনতি হলে দুপুরের পর সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুয়েল পারভেজ বলেন, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় আমরা দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আহত নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X