পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাস্তা ও ব্রিজের আভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বড়বাইশদিয়া ইউনিয়নের এ হাকিম মাধ্যমিক বিদ্যায়েলর সামনে ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকায় অতিরিক্ত এক কিলোমিটার পথ হেঁটে যেতে হয় বলে অভিযোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এতে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না শিক্ষার্থীরা।
সরজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যায়েলর সামনে কাটালীর খালের ওপর একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে। পারাপার হলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই ভয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত এক কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয় পৌঁছায়। এতে সময়মতো বিদ্যালয় পৌঁছতে পারে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বড়রবাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. মাসুম বিল্লাহ বলেন, এই বিদ্যালয় প্রায় ৩০০ থেকে ৪০০ ছাত্রছাত্রী আছে। কিন্তু বর্ষার মৌসুমে রাস্তা হাঁটুপরিমাণ কাদা হয়ে যায়। আর এই কাদামাটি পেরিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয় উপস্থিত হয়। তার মধ্যে বিদ্যালয়ের সামনের ব্রিজটি খুব ঝুঁকিপূর্ণ এর জন্য শিক্ষার্থীরা এক কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে স্কুলে আসে। এতে তারা সময়মতো বিদ্যালয় পৌঁছাতে পারে না। কর্তৃপক্ষকে অনুরোধ করব শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজটি সংস্কার করা হোক।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. রিমি ইসলাম বলেন, আমাদের গ্রামে বর্ষার মৌসুমে হাঁটুপানি থাকে। এর জন্য সঠিক সময়ে স্কুলে উপস্থিত হতে বেগ পেতে হয়।
ববাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরাদ হোসেন বলেন, ব্রিজটি আমি দেখেছি এবং এলজিডি অফিসে জানানো হয়েছে। সংস্কারের অনুমোদন পেলে এটার কাজ করে দেবে।
মন্তব্য করুন