চুয়াডাঙ্গার জীবননগরে টাকা আত্মসাতের অভিযোগে ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ নামের এনজিওর দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন এনজিওটির কুষ্টিয়া জোনের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান (৩৮) ও ফিল্ডকর্মী জামাল খান (৩৫)।
শনিবার (১২ আগস্ট) রাতে ঝিনাইদহ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার তাদের নামে মামলা হয়। তারা পলাতক ছিলেন।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মো. শাহিন, কিবরিয়া, স্বপন, মামুন হুসাইন, শফিকুল, লিটনসহ অনেকে জানান, এনজিওটির কুষ্টিয়া জোনের আঞ্চলিক জীবননগর শাখা থেকে তাদের ঋণ নেওয়া ছিল। দুই মাস আগে ওই সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান ও ফিল্ডকর্মী জামাল খান জানান, তাদের আগের ঋণ শোধ করলে নতুন নিয়মে সীমিত লাভে ঋণ দেওয়া হবে।
এ আশ্বাসে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। পরে গ্রাহকরা ঋণ না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের টাকা অফিসে জমা হয়নি।
পুলিশ জানায়, ২৪ লাখ ৪৯ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগে ওই দুজনের নামে এনজিওটির পক্ষ থেকে জীবননগর থানায় মামলা হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন