একশ পঁয়তাল্লিশ বস্তা ভারতীয় জিরার চালানসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে শহরের ডাকপাড়া মোড় এলাকায় জামালপুর-শেরপুর মহাসড়ক থেকে ভারতীয় জিরার অবৈধ চালানটি আটক করে।
এ সময় জিরাভর্তি মিনি ট্রাকসহ গ্রেপ্তার তিনজনকে জামালপুর সদর থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুপুরে গোয়েন্দা পুলিশের এসআই আসাদুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন- শেরপুর সদর পৌরশহরের দুর্গা নারায়ণপুর এলাকার মাহমুদুল হাসান লিখন, শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী বার-মাইশ্যা বাজার এলাকার রাকিব মিয়া ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ঝলঝলিয়া (গারোদের গির্জার পাশে) এলাকার মোস্তাক আহম্মেদ।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডাকপাড়া এলাকার জামালপুর-শেরপুর মহাসড়ক থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা জিরাভর্তি মিনি ট্রাক আটক করা হয়েছে। সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বাংলাদেশে এসব পণ্য চোরাই পথে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন