গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে ৯ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন। ছবি: কালবেলা
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন। ছবি: কালবেলা

নাটোরের গুরুদাসপুরে অবৈধ নয়টি ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ইটভাটা মালিকদের জরিমানা করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গুরুদাসপুর পৌর সদরের পাঁচটি ও মশিন্দা ইউনিয়নের চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আলোর স্বল্পতার কারণে বাকি ভাটায় অভিযান চালানো সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরের ঘনবসতিপূর্ণ এলাকার চাঁচকৈড় মধ্যমপাড়া মৌজাতেই রয়েছে জুমির উদ্দিন মণ্ডলের মেসার্স এমজেডবি ব্রিকস, জাকির হোসেনের মেসার্স এসএআর ব্রিকস, আমজাদ-মফিজের মেসার্স এএমবি ব্রিকস, জাহিদ হোসেনের মেসার্স এমডিবি ব্রিকস, মোশারফ হোসেন হাজির মেসার্স এমবিপি ব্রিকস, টগরের মেসার্স একেবি ব্রিকস, জহুরুল-বিপ্লবের মেসার্স এমএমবি ব্রিকস নামে সাতটি অনুমোদনহীন অবৈধ ইটভাটা।

এ ছাড়া উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর মৌজার ফসলি জমিতে আব্দুল কাদের হাজির মেসার্স এইচকেবি ব্রিকস, হাজি বাদশার মেসার্স এইচবিবি ব্রিকস, আব্দুল হাকিমের মেসার্স এইচআরবি ব্রিকস, আব্দুর রহিমের মেসার্স এআরবি ব্রিকস নামে অনুমোদনহীন চারটি ইটভাটা রয়েছে। তবে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের কান্দিপাড়া-চিতলাপাড়া মৌজায় জাহিদ হোসেনের এমডিপি ব্রিকস এবং নাজিরপুর ইউনিয়নের একটি ভাটার অনুমোদন রয়েছে।

নাটোর পরিবেশ অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, মূলত কৃষি অফিস থেকে এক ফসলি জমির প্রত্যয়ন পাওয়ার পরই তারা দুটি ইটভাটাকে পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। অন্যরা অনুমোদন ছাড়াই ভাটায় ইট পোড়ানোর কাজ করছেন।

তবে অবৈধ এসব ইটভাটার পক্ষে গুরুদাসপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হাজি কালবেলাকে বলেন, ইটভাটার জন্য পরিবেশের ছাড়পত্র না দেওয়ায় তারা লাইসেন্স নবায়ন করতে পারছেন না। তাছাড়া তারা ব্লক ইট তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এমজেডএম ব্রিকসের মালিককে চার লাখ টাকা এবং বাকি ভাটা মালিকদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলায় মোট ১৩টি ইটভাটার মধ্যে ১১টিরই লাইসেন্স নেই। সতর্কতা করে নয়টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। ইটভাটা অবিলম্বে কৃষিজমি থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১০

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১১

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৩

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৪

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৫

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৭

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৮

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

২০
X