গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় গণপিটুনিতে যুবক নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এলোপাতাড়ি পিটুনিতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামের ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন।

নিহত জাহাঙ্গীর আলম জামিরা গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

এ ঘটনার পর ওই এলাকায় পলাশবাড়ী থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

শোকাহত পরিবারের সদস্যগণ জাতীয় সংসদ সদস্যসহ সবার কাছে জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় হত্যাকারীরা যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সব সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

এদিকে ওই ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান।

উল্লেখ্য, পার্শ্ববর্তী কবিরাজপাড়া গ্রামের মৃত সিফাত উল্লার ছেলে লালু মিয়া এবং মতিউর রহমান গংদের সঙ্গে জাহাঙ্গীরের পরিবারের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার বেলা ১১টার দিকে তালুক জামিরা বাজারের দক্ষিণ পাশে লালু মিয়া গংরা জাহাঙ্গীরের ওপর হামলা করে। এতে প্রতিপক্ষের হামলায় এলোপাতাড়ি পিটুনি খেয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব কালো চক্রান্ত থেকে রক্ষা করার মালিক আল্লাহ : আরএস ফাহিম

রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তপশিল : আখতার আহমেদ 

‘কেউ তো জানে’ আসছে এনটিভির পর্দায়

মসজিদুল হারামে এ সপ্তাহে জুমা পড়াবেন শায়খ সুদাইস

৬ বছরেও শেষ হয়নি কাজ, আশ্রয়কেন্দ্র এখন মাদকসেবীদের আখড়া

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই : আইএসপিআর

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

১০

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

১১

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

১২

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

১৩

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

১৪

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

১৬

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

১৭

১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে প্রশংসায় ভাসছেন ইন্টার্ন চিকিৎসক 

১৮

গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ৪ সেপ্টেম্বর

১৯

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

২০
X