রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘ইত্যাদি’র অনুষ্ঠানে যেভাবে ঝামেলার সূত্রপাত

ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে বিশৃঙ্খলার একটি দৃশ্য। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে বিশৃঙ্খলার একটি দৃশ্য। ছবি : কালবেলা

তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব, দর্শক উপস্থিতিতে ধারণকৃত অনুষ্ঠান বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে অবৈধভাবে হাজারো দর্শকের প্রবেশ, পর্যাপ্ত জায়গার সমস্যা, বিশৃঙ্খলা সৃষ্টি, চেয়ার ভাঙচুর ও মারামারি হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যার পর উপজেলার রাজা টংকনাথ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রায় ৪ হাজার মানুষের ইত্যাদি শুভেচ্ছা প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ; কিন্তু অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার নারী-পুরুষ দর্শকদের সমাগম হয়। প্রবেশ পাস না পেয়ে হাজার হাজার দর্শক পাস ছাড়াই রাজবাড়ি মূল ফটকের সামনে ভিড় জমায় এবং অনুষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এতে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে উত্তেজিত হাজার হাজার দর্শক পুলিশের বাধা উপেক্ষা করে মূল ফটক ভেঙে এবং সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এতে পুলিশের সঙ্গে দর্শকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর পরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় একপর্যায়ে সবার জন্য ভেতরে প্রবেশ উন্মুক্ত হয়ে যায়। এরপর উপচে পড়া জনতার ভিড়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা আরও বাড়লে, ঠেলাঠেলি, ভাঙচুর ও মারামারি শুরু হয়।

কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে মাঝপথে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। পরে অনুষ্ঠান শুরু করা হলে ফের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ উপস্থাপক হানিফ সংকেত। এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না। আমি ব্যর্থ। দর্শকরা চলে যাওয়ার পর রাত ১০টায় পুলিশ, সেনাবাহিনীর সদস্য, ভলান্টিয়ার ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অল্পসংখ্যক দর্শকের উপস্থিতিতে ইত্যাদি অনুষ্ঠানের কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন করতে সক্ষম হন হানিফ সংকেতসহ ইত্যাদির টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১০

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১১

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১২

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১৩

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৫

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১৬

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১৭

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৮

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

১৯

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

২০
X