রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘ইত্যাদি’র অনুষ্ঠানে যেভাবে ঝামেলার সূত্রপাত

ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে বিশৃঙ্খলার একটি দৃশ্য। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে বিশৃঙ্খলার একটি দৃশ্য। ছবি : কালবেলা

তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব, দর্শক উপস্থিতিতে ধারণকৃত অনুষ্ঠান বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রাজা টংকনাথের বাড়িতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে অবৈধভাবে হাজারো দর্শকের প্রবেশ, পর্যাপ্ত জায়গার সমস্যা, বিশৃঙ্খলা সৃষ্টি, চেয়ার ভাঙচুর ও মারামারি হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যার পর উপজেলার রাজা টংকনাথ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রায় ৪ হাজার মানুষের ইত্যাদি শুভেচ্ছা প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ; কিন্তু অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার নারী-পুরুষ দর্শকদের সমাগম হয়। প্রবেশ পাস না পেয়ে হাজার হাজার দর্শক পাস ছাড়াই রাজবাড়ি মূল ফটকের সামনে ভিড় জমায় এবং অনুষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এতে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে উত্তেজিত হাজার হাজার দর্শক পুলিশের বাধা উপেক্ষা করে মূল ফটক ভেঙে এবং সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এতে পুলিশের সঙ্গে দর্শকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর পরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় একপর্যায়ে সবার জন্য ভেতরে প্রবেশ উন্মুক্ত হয়ে যায়। এরপর উপচে পড়া জনতার ভিড়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা আরও বাড়লে, ঠেলাঠেলি, ভাঙচুর ও মারামারি শুরু হয়।

কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে মাঝপথে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। পরে অনুষ্ঠান শুরু করা হলে ফের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ উপস্থাপক হানিফ সংকেত। এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না। আমি ব্যর্থ। দর্শকরা চলে যাওয়ার পর রাত ১০টায় পুলিশ, সেনাবাহিনীর সদস্য, ভলান্টিয়ার ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অল্পসংখ্যক দর্শকের উপস্থিতিতে ইত্যাদি অনুষ্ঠানের কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন করতে সক্ষম হন হানিফ সংকেতসহ ইত্যাদির টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১২

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৪

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

১৫

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

১৬

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১৭

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১৮

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

২০
X