মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, অতঃপর...

যুবদল কর্মী ও কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
যুবদল কর্মী ও কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের ভূরিভোজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গরুর চামড়া জব্দসহ জড়িত এক যুবদল কর্মী ও কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী। তিনি আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গ্রেপ্তার সুমন মিয়া ইউনিয়ন যুবদল কর্মী ও কসাইর নাম বজলু প্রামাণিক।

জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোনাইল রাইসিয়া ছাহাতরু বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।

অভিযোগ উঠেছে, ভোজের বিরিয়ানি রান্নার জন্য গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের খামারমাগুড়া গ্রামের কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে ওই ভূরিভোজ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের নামে ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাজ মণ্ডল অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। মধ্য রাতে ঘুম ভেঙে গেলে দেখতে পাই গোয়ালঘরের দরজা খোলা ও ভেতরে থাকা ৮০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু নেই। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও বিভিন্ন জায়গায় গরুর খোঁজ করতে থাকি। এক পর্যায়ে আজ শনিবার ভোরে পাশের দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে ভূরিভোজের জন্য যে গরুটি জবাই করা হয়েছে সেটি তার বলে নিশ্চিত হই।

এ ঘটনার পর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ মণ্ডল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা কালবেলাকে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি কসাই বজলু প্রামাণিকের কাছে ৬০ কেজি মাংস চাইলে তিনি তার কাছে থাকা গরু আমার বাড়িতে এনে জবাই করে আমাকে মাংস মেপে দেন। কসাই সেটি চুরি করে এনেছে নাকি কিনে এনেছে সেটি আমার দেখার বিষয় না। আমি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার। আমাকে হেয় করতে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না সেই কারণ জানতে চাওয়া হয়েছে। দলের কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান সাঈদ কালবেলাকে বলেন, গতকাল রাতে আমাদের কাছে সংবাদ আসে যে, কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছে, যার মূল্য ৮০ হাজার টাকা। তারা খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেপ্তার করে এবং চামড়া জব্দ করে নিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক উপজেলায় বছরে ৬০ জনের অপমৃত্যু

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

দ্রুত সেরে উঠুক আশিক রহমান, কামনা রাষ্ট্রদূত মুশফিকের 

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা : আসিফ নজরুল

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

যে শঙ্কায় পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

১০

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

১২

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

১৩

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে যা ছিল

১৪

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

১৫

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

১৬

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

১৭

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

১৯

আবারও আসছে শৈত্যপ্রবাহ

২০
X