চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে চিন্ময় কাণ্ড

আদালতে হামলা-ভাঙচুর মামলায় ৩৬ আইনজীবীর জামিন

আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। ছবি : সংগৃহীত
আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় দাসের জামিন ঘিরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর, নাশকতা মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এ জামিনের আদেশ দেন। এদিন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই আইনজীবীরা।

আসামি পক্ষের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, এ মামলায় যে আইনজীবীদের আসামি করা হয়েছে, তারা ঘটনায় সম্পৃক্ত না। যিনি মামলা করেছেন, তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। আলামতও মামলাতে দিতে পারেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সামশুল আলম বলেন, এ ধরনের বিস্ফোরক আইনের মামলায় জজ কোর্ট থেকে জামিন পায়নি অতীতে। আমরা শুনানি করেছি। আদালত জামিনের আদেশ দিয়েছেন।

এ দিকে সোমবার সকালে আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালত ভবনের তৃতীয় তলায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যও মোতায়েন ছিল। জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফের বিচার দাবিতে বিক্ষোভ দেখান আদালত প্রাঙ্গণে।

এ মামলায় আসামিদের মধ্যে মোট ৬৬ জন আইনজীবী। তিনজন বিদেশে থাকায় ৬৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সনাতনী সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঘটনার পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। সেদিন সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার চার দিন বাদে আলিফের ভাই খানে আলম চট্টগ্রামের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ভাঙচুর, বিস্ফোরণ ও জনসাধারণের উপর হামলার অভিযোগে করা ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

‘৯’, ‘২৪’, ‘১০০০’: তারকাদের ছবির ওপর এই সংখ্যার রহস্য কী?

সেনাবাহিনীর অভিযানে নকল সার ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য জব্দ 

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

১০

সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

১১

রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের দিন বিধ্বস্ত লিভারপুল

১২

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৩

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

১৪

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

১৫

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

১৬

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

১৮

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

১৯

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

২০
X